মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দুয়ে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা

থাইল্যান্ডে শুরু হয়েছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। যেখানে ১২১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে আছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা্ও। থাইল্যান্ডে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন মিথিলা।

Nov 15, 2025 - 00:09
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দুয়ে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা
অন্য দুই দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা (ছবিতে বামে) । ছবি: ইনস্টাগ্রাম

থাইল্যান্ডে শুরু হয়েছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। যেখানে ১২১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে আছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা্ও। থাইল্যান্ডে শুরু হওয়া প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন মিথিলা।

বিভিন্ন ইভেন্ট কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বিভাগে ভোটদান শুরু হওয়ার পর ১৯২,৩১৩ ভোট পেয়ে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার পর্যন্ত বাংলাদেশের মিথিলাপিপলস চয়েসক্যাটাগরিতে ছিলেন তৃতীয় স্থানে ছিলেন। প্রথম দ্বিতীয় স্থানে ছিলেন ফিলিপাইন চিলির প্রতিযোগীরা। রাত শেষে মেথিলা আরও এগিয়ে উঠে আসেন দ্বিতীয় স্থানে। ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

‘পিপলস চয়েসছাড়াও মিথিলা অন্যান্য ক্যাটাগরিতেও ভালো অবস্থানে আছেন। তিনি বর্তমানেবেস্ট ন্যাশনাল কস্টিউম’– প্রথম, ‘মিস কনজিনিয়ালিটিবেস্ট ইভনিং গাউন’– দ্বিতীয় এবংবেস্ট স্কিনবিভাগে তৃতীয় অবস্থানে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে নভেম্বর থাইল্যান্ডে পৌঁছানমিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫মুকুটজয়ী মডেল অভিনয়শিল্পী মিথিলা। ফুকেটের ইভেন্ট শেষ করে তিনি এখন পাতায়ায় অবস্থান করছেন।

মিথিলা বলেন, ‘মঙ্গলবার রাতে আমাকে ভোটের বিষয়টি জানানো হয়। যখন দেখলাম ভোটিংয়ে নম্বরে এসেছি, শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার তো সারা শরীর কাঁপছিল। একদম বাক্রুদ্ধ হয়ে পড়ি। কান্না চলে আসে। কাঁদছিলাম। এই অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার দেশের মানুষ, বিনোদন অঙ্গনের সহকর্মীরা যেভাবে আমার জন্য ভোট চাইছেন, এই মঞ্চে বিজয়ী দেখতে চাইছেন, তা সত্যিই আমাকে অভিভূত করেছে। ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি।

তবে নির্বাচিত হতে বিচারকদের রায়ের পাশাপাশি দরকার আরও বেশি ভোটও। মিথিলার ভাষায়, ‘চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে জনমত এবং বিচারকদের সিদ্ধান্তের ওপর ভিত্তিতে। থাইল্যান্ডে আসার পর প্রতিটি ইভেন্টে ভালো পারফর্ম করেছি। আগামী রাউন্ডেও ভালো করতে পারব বলে বিশ্বাস করি। এখন সবচেয়ে বেশি প্রয়োজন দেশবাসীর সমর্থন ভোট।

মিস ইউনিভার্স বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার রাতের পোস্টে বলা হয়, ‘দ্বিতীয় স্থানে পৌঁছাতে আরও প্রায় ২৫,০০০ ভোটের প্রয়োজন! ইনশাল্লাহ, আজ রাতেই সম্ভব! বাংলাদেশ অপ্রতিরোধ্য, বাংলাদেশের জন্য ভোট দিন!’

তথ্যসূত্র: প্রথম আলো