এফ-৩৫ ক্রয়ে যুক্তরাষ্ট্র–সৌদি চুক্তি, পারমাণবিক প্রকল্পেও সমঝোতা

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বড় দুই খাত—পারমাণবিক সহযোগিতা এবং এফ-৩৫ যুদ্ধবিমান কেনায় সমঝোতায় পৌঁছেছে।

Nov 18, 2025 - 23:22
এফ-৩৫ ক্রয়ে যুক্তরাষ্ট্র–সৌদি চুক্তি, পারমাণবিক প্রকল্পেও সমঝোতা
সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর ঘিরে যুক্তরাষ্ট্র সৌদি আরব বড় দুই খাতপারমাণবিক সহযোগিতা এবং এফ-৩৫ যুদ্ধবিমান কেনায় সমঝোতায় পৌঁছেছে।

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে, যা বহুবিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি পারমাণবিক প্রকল্পের আইনি ভিত্তি তৈরি করবে। এতে কঠোরভাবে মানা হবে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধের শর্ত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন নতুন প্রতিরক্ষা চুক্তিও। চুক্তির অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হবে।

সফরে সৌদি যুবরাজ এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে সাত বছর পর আসনে বসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিনিয়োগ প্রতিরক্ষা নিয়ে কয়েকটি চুক্তি চূড়ান্ত হয়।

নৈশভোজে সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ বিন সালমান বলেন, যুক্তরাষ্ট্রসৌদি সম্পর্কের নয় দশকের যাত্রায় এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

ডিনারে ট্রাম্প অতিথিদের জানান, সৌদি আরবকে তিনি ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্রের স্বীকৃতি দিচ্ছেন। পাশাপাশি যুবরাজকে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তী বোর্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: বিবিসি