শরতের রঙে রাঙা ডালাসের পাঁচ পার্ক

শরৎ এসেছে ডালাসে। গাছের পাতায় লেগেছে রঙের ছোঁয়া। এ সময়ে প্রকৃতির সোনালি সাজ উপভোগ করতে চাইলে ডালাসে আশপাশেই আছে চমৎকার কিছু জায়গা।

Oct 28, 2025 - 15:34
শরতের রঙে রাঙা ডালাসের পাঁচ পার্ক
টাইলার স্টেট পার্ক। ছবি: ট্রেকারুর সৌজন্যে

শরৎ এসেছে ডালাসে। গাছের পাতায় লেগেছে রঙের ছোঁয়া। সময়ে প্রকৃতির সোনালি সাজ উপভোগ করতে চাইলে ডালাসে আশপাশেই আছে চমৎকার কিছু জায়গা।

ডালাস থেকে কয়েক ঘণ্টার দূরত্বেই শরতের সোনালি জাদু ছড়িয়ে আছে টেক্সাসের নানা কোণে। প্রকৃতির বিস্ময়কর রূপ, রঙ, বিশুদ্ধতা কিংবা নির্মলতা দেখতে চাইলে দিনে দিনেই ঘুরে আসতে পারেন নিচের এই পাঁচটি জায়গায়।

 

গার্নার স্টেট পার্ক

টেক্সাস হিল কান্ট্রির মনোরম প্রান্তরে অবস্থিত গার্নার স্টেট পার্ক সারা বছরই সুন্দর, তবে শরতে এখানে প্রকৃতি নেয় অন্য রূপ। উজ্জ্বল কমলা আর হলুদ সাইপ্রেস পাতার প্রতিবিম্ব পড়ে স্বচ্ছ ফ্রিও নদীতে। যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। পার্কে আছে প্রশস্ত ক্যাম্পসাইট, গ্রিল, ফায়ার পিট, লণ্ঠন হুক পিকনিক টেবিল। চাইলে আরামদায়ক কেবিনেও থাকা যায়।

দূরত্ব: ডালাস থেকে ঘণ্টা ৪৫ মিনিট, প্রবেশমূল্য: প্রতিজন ডলার।

 

টাইলার স্টেট পার্ক

উত্তর-পূর্ব টেক্সাসের পাইনউডসের মাঝে টাইলার স্টেট পার্ক যেন এক টুকরো স্বর্গ। শরতের সময় এই পার্কের বন আরও মোহনীয় হয়ে ওঠে। হাইকিংয়ের জন্য এখানে আছে একাধিক ট্রেইল। রাতে ক্যাম্পফায়ারের পাশে স্মোরস আর গরম কফিতে দিন শেষ করতে পারেন।

দূরত্ব: ডালাস থেকে ঘণ্টা ৪৫ মিনিট। প্রবেশমূল্য: প্রতিজন ডলার।

 

লেক বব স্যান্ডলিন স্টেট পার্ক

পিটসবার্গ অঞ্চলে অবস্থিত এই লেকসাইড পার্ক ঘন বন আর বিশাল গাছপালা দিয়ে ঘেরা। মাছ ধরা, কায়াক চালানো, সাঁতার কাটা বা স্রেফ লেকের ধারে বসে রঙিন পাতা দেখাসব কিছুরই করা যায় এখানে। অক্টোবরের মাঝামাঝি থেকে গাছের পাতা নেয় হলদেটে লালের রূপ নেয়। চাইলে ক্যাম্প করতে পারেন, আবার কেবিন বা স্ক্রিনড শেল্টারও ভাড়া পাওয়া যায়।

দূরত্ব: ডালাস থেকে ঘণ্টা। প্রবেশমূল্য: প্রতিজন ডলার।

 

লস্ট ম্যাপলস স্টেট ন্যাচারাল এরিয়া

যারা মনে করেন টেক্সাসে চার ঋতু নেই, তাদের ভুল ভাঙাবে এই জায়গা। ভ্যানডারপুলে অবস্থিত লস্ট ম্যাপলস শরতের রঙে সেজে ওঠে। লাল, কমলা, হলুদে ঝলমলে বিগটুথ ম্যাপলের গাছগুলো সত্যিই চোখ জুড়ায়। পাহাড়ি ট্রেইল, বার্ডওয়াচিং, তারাভরা আকাশ দেখার সব ব্যবস্থায় আছে এই অভয়ারণ্যে।

দূরত্ব: ডালাস থেকে ঘণ্টা ৩০ মিনিট। প্রবেশমূল্য: প্রতিজন ডলার।

 

ডেঞ্জারফিল্ড স্টেট পার্ক

ইস্ট টেক্সাসের পাইনউডসে ঘেরা এই পার্ক শরতে দেখতে কল্পলোকের রঙিন ছবির মতোই লাগে। নভেম্বরের মাঝামাঝি গেলে পাওয়া যায় সবচেয়ে শান্ত, মনোরম পরিবেশ। লিটল পাইন লেকে ক্যানো বেয়ে বেড়াতে পারেন, কিংবা বনের ভিতর হেঁটে দেখতে পারেন গাছের ক্যাথেড্রাল-সদৃশ সৌন্দর্য। এখানে প্রতিটি ক্যাম্পসাইটে বিদ্যুৎ, পানি ছোট ফায়ারপ্লেস রয়েছে। কেবিনও ভাড়া নেওয়া যায়। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সপ্তাহান্তে এখানে থাকে জুকবক্স সঙ্গীত আর লাইভ ড্যান্সের আয়োজন।

দূরত্ব: ডালাস থেকে ঘণ্টা ৩০ মিনিট। প্রবেশমূল্য: প্রতিজন ডলার।

তথ্যসূত্র: ডালাসাইটস ১০১