শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে আসছে ১৭ নভেম্বর।

Nov 13, 2025 - 02:30
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর
মামলায় ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন, উপস্থাপন করা হয়েছে অডিও-ভিডিও প্রমাণ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে আসছে ১৭ নভেম্বর।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকেই ট্রাইব্যুনাল চত্বর আশপাশে সেনাবাহিনী, র‍্যাব পুলিশের অর্ধশতাধিক সদস্য মোতায়েন করা হয়।

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মামলা হয়।

চৌধুরী মামুন কারাগারে থাকলেও হাসিনা কামাল পলাতক। মামলায় ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন, উপস্থাপন করা হয়েছে অডিও-ভিডিও প্রমাণ জব্দ করা গুলি।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তি উপস্থাপনকালে শেখ হাসিনা আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দাবি করেন। তাঁদের খালাস চান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

চলতি বছরের জুন তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়। পলাতক দুই আসামির অনুপস্থিতিতে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।

তথ্যসূত্র: আজকের পত্রিকা