রিচার্ডসনে আগাম এনভিআর আবেদন গ্রহণ করছে বেস্ট

ডালাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাস সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আগাম নো ভিসা রিকোয়ার্ডের (এনভিআর) আবেদন গ্রহণ কার্যক্রমের ঘোষণা দিয়েছে বেস্ট (বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস)।

Jun 28, 2025 - 01:10
রিচার্ডসনে আগাম এনভিআর আবেদন গ্রহণ করছে বেস্ট

ডালাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাস সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আগাম নো ভিসা রিকোয়ার্ডের (এনভিআর) আবেদন গ্রহণ কার্যক্রমের ঘোষণা দিয়েছে বেস্ট (বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস)

সংগঠনটি জানিয়েছে, আগামী ১৮ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত রিচার্ডসনের একটি রেস্তোরাঁয় (৩০০ ট্যারেস ড্রাইভ, রিচার্ডসন, টিএক্স) আগাম আবেদন সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। আগাম আবেদন সংগ্রহের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মূল সেবা দেওয়ার সময় যেন ভিড় এড়ানো যায় এবং সেবা কার্যক্রম সহজ সুশৃঙ্খল হয়।

উল্লেখ্য আগাম আবেদন গ্রহণের পরদিন, ১৯ জুলাই, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে  কোয়ালিট সুইটস এডিসনে (৪৫৫৫ বেল্ট লাইন রোড, এডিসস, টিএক্স-৭৫০০১) মূল সেবা দেওয়া হবে। সেবা পেতে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র মানিঅর্ডার সঙ্গে আনতে বলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। যদি কারও কোনো প্রশ্ন থাকে তবে এই ৮১৭-৩০৩-৯০৩১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে তাঁরা।