ইসরাইলে আমেরিকান নাগরিককে পিটিয়ে হত্যা

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। শুক্রবার, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।

Jul 14, 2025 - 19:58
ইসরাইলে আমেরিকান নাগরিককে পিটিয়ে হত্যা
পশ্চিম তীরের সিনজিল গ্রামের একটি প্রবেশদ্বার। ছবি: এপি

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। শুক্রবার, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ মুসাল্লেত (২১)–এর মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় একজন পৌর কর্মকর্তা ও তার এক আত্মীয়। মুসাল্লেত ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন এবং চলতি সপ্তাহে তার পরিবারের সঙ্গে দেখা করতে সিনজিল গ্রামে এসেছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে এক সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং একজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে যে খবর পাওয়া গেছে, তার তদন্ত চলছে।

মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র মুসাল্লেতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে না, আর মামলা হলেও খুব অল্পসংখ্যকই দণ্ডপ্রাপ্ত হয়।

এদিকে মার্কিন ন্যায়বিচার বিভাগ নিজ বিভাগের আইনজীবীদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েছে, কারণ তারা রাশিয়া ও হামাসের বিরুদ্ধে তদন্তে যতটা সক্রিয়, ইসরায়েল বা ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে তা নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত ও কয়েকশ লোক অপহৃত হওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে, এমনকি সাধারণ মানুষের মধ্যেও।

হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানে ৫৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ১,২৭,০০০-এর বেশি মানুষ।

সোর্স: এনপিআর