ডালাস মাতাল ‘রেইন অব বাংলা রক’ কনসার্ট
বাংলা রক সংগীতপ্রেমীদের জন্য ডালাসে অনুষ্ঠিত হলো এক জমজমাট কনসার্ট— ‘রেইন অব বাংলা রক’। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ক্যারলটনের প্লাজা আর্ট সেন্টারে আয়োজিত এই কনসার্টে একই মঞ্চে গান পরিবেশন করে ডালাসের তিনটি জনপ্রিয় বাংলা ব্যান্ড: অক্সফোর্ড, মেলোডি লেন এবং গণজোয়ার।

বাংলা রক সংগীতপ্রেমীদের জন্য ডালাসে অনুষ্ঠিত হলো এক জমজমাট কনসার্ট— ‘রেইন অব বাংলা রক’। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ক্যারলটনের প্লাজা আর্ট সেন্টারে আয়োজিত এই কনসার্টে একই মঞ্চে গান পরিবেশন করে ডালাসের তিনটি জনপ্রিয় বাংলা ব্যান্ড: অক্সফোর্ড, মেলোডি লেন এবং গণজোয়ার।
কনসার্টের জন্য ভেন্যুর দরজা খুলে দেওয়া হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ধীরে ধীরে দর্শকেরা আসতে শুরু করেন। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন কনসার্ট উপভোগ করতে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মূল পরিবেশনা শুরু হয়।
প্রথমে মঞ্চে ওঠে আরলিংটনের ব্যান্ড অক্সফোর্ড। ব্যান্ডটির পরিবেশনায় ছিল হেভি মেটাল থেকে শুরু করে সাইকোডেলিক ঘরানার গান। ব্যান্ডটি নিজেদের পারফর্মেন্স শুরু করে ভাইব ব্যান্ডের জনপ্রিয় গান “চেনা জগত”দিয়ে। এরপর একে একে পরিবেশন করে শিরোনামহীন, এলআরবি এবং আরবোভাইরাসের মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর গান। দর্শকদের চমকে দিতে তাঁরা গেয়েছেন স্করপিওনস-এর বিশ্ববিখ্যাত গান “রক ইউ লাইক আ হারিকেন ”। তাঁদের পরিবেশনার শেষ গান ছিল আর্টসেলের “কাণ্ডারি হুশিয়ার” ।
এরপর মঞ্চে আসে ব্যান্ড মেলোডি লেন। তাঁদের পরিবেশনায় ছিল মেলোডিক রক ও ক্লাসিক রকের সংমিশ্রণ। ব্যান্ডের ড্রামার জাহিনের র্যাপ গান দিয়ে শুরু হয় তাঁদের পরিবেশনা। র্যাপার সেজানের “কথা ক” নামের একটি জনপ্রিয় রাজনৈতিক র্যাপ গান পরিবেশন করেন তিনি। গানটি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার একটি জনপ্রিয় গান। মেলোডি লেন এরপর ইউ২-এর “উইদ অর উইদাউট ইউ”, কোল্ডপ্লের “ইয়েলো” এবং এলআরবি-র “সেই তুমি”-এর মতো জনপ্রিয় গানগুলো। এছাড়া, ওয়ারফেজ, ইন্দালোর মতো জনপ্রিয় বাংলা ব্যান্ডগুলোর গানও পরিবেশন করে ব্যান্ডটি।
সন্ধ্যার শেষ ব্যান্ড হিসেবে মঞ্চে ওঠে গণজোয়ার। ব্যান্ডটির পরিবেশনার শুরু এবং শেষ—দুটিই হয় ক্রিপটিক ফেটের গানের মাধ্যমে। উদ্বোধনী গান ছিল “ভবঘুরে”, এরপর একে একে ব্যান্ডটি পরিবেশন করে “অন্য সময়”, “পূর্ণতা” ও “রাহুর গ্রাস”। ইংরেজি গানের মধ্যে মেটালিকার “সিক অ্যান্ড ডেস্ট্রয়” এবং আয়রন মেইডেনের “ফিয়ার অব দ্য ডার্ক” পারফর্ম করে গনজোয়ার। ব্যান্ডটির পরিবেশনার শেষ গান ছিল ক্রিপটিক ফেটের “ভোরের অপেক্ষা”। গনজোয়ার গানটি শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করেন চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের।
পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত পেশাদারভাবে আয়োজন করা। আলো, শব্দ, ব্যাকড্রপ—সবকিছু ছিল নিখুঁতভাবে সাজানো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনে এ ধরনের আরও কনসার্টের পরিকল্পনা রয়েছে।