আজ বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী

আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সদস্য ধানমন্ডির বাসভবনে তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

Aug 15, 2025 - 12:02
আজ বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী

আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সদস্য ধানমন্ডির বাসভবনে তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

প্রাণ হারান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল রোজী জামাল, ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মণি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ঘনিষ্ঠজন। সেদিন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা শেখ রেহানা।

বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফার প্রণেতা এবং ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া ভাষণে স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ভাষণ ও আহ্বানে মুক্তিকামী জনগণ মুক্তিযুদ্ধের পথে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করে।