টেক্সাসে বাংলাদেশ দূতাবাসের দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা

যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা দেওয়া হবে। এই আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বিএএনটি)। বর্তমানে দায়িত্বে থাকা সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উত্তর টেক্সাসের সকল বাংলাদেশি প্রবাসীদের এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Jun 27, 2025 - 20:11
টেক্সাসে বাংলাদেশ দূতাবাসের দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা

যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা দেওয়া হবে।  আগামী ২০ জুলাই ২০২৫, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা চালু থাকবে শহরের ইয়ান্ট (IANT) মসজিদে (৮৪০, আব্রামস রোড, রিচার্ডসন, টিএক্স ৭৫০৮১)। এই আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বিএএনটি)। বর্তমানে দায়িত্বে থাকা সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উত্তর টেক্সাসের সকল বাংলাদেশি প্রবাসীদের এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএএনটি সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই সেবা কার্যক্রমে--- ই-পাসপোর্টের জন্য বায়োমেট্রিক এনরোলমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি ও নথি সত্যায়ন ও  'নো ভিসা রিকোয়ার্ড ( এনভিআর)' সিল সেবা দেওয়া হবে। এসব সেবা পাওয়ার জন্য বাংলাদেশ দুতাবাসের নামে ক্যাশিয়ার চেক/মানি অর্ডারের প্রয়োজন হবে। কারণ অনলাইনে পেমেন্ট, ক্যাশ, ক্রেডিট কার্ড অথবা পার্সোনাল চেক গ্রহণ করা হবে না।

বিএএনটি সূত্রে আরও জানা গেছে, নো ভিসা রিকোয়ার্ড ( এনভিআর) সিল সেবা নিতে, ৮৮ ডলারের মানি অর্ডার, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, মূল যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, বাংলাদেশি বংশোদ্ভূত প্রমাণ (জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, বা পুরনো পাসপোর্ট) প্রয়োজন হবে।  আরও তথ্য ও ফর্ম ডাউনলোডের জন্য এই  লিংকে ভিজিট করতে হবে।