মিজৌরির এক বাসিন্দার শরীরে মস্তিষ্কখেকো অ্যামিবা শনাক্ত

মিজৌরির এক বাসিন্দার শরীরে মস্তিষ্কখেকো অ্যামিবা শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি ওজার্ক লেক ভ্রমণ করেছিলেন। এই প্রাণঘাতী সংক্রমণটি অতীতে বিরল ছিল। গবেষণায় দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে পানির তাপমাত্রা বেড়ে যাওয়া ও বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ভবিষ্যতে এ সংক্রমণের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে।

Aug 17, 2025 - 08:26
মিজৌরির এক বাসিন্দার শরীরে মস্তিষ্কখেকো অ্যামিবা শনাক্ত
ছবি: ডব্লিউটিএইচআর

লেক ওজার্কে সাঁতার কাটার পর মিজৌরির এক বাসিন্দার শরীরে বিরল প্রাণঘাতী সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মিজৌরি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সিনিয়র সার্ভিসেস নিশ্চিত করেছে, ওই ব্যক্তি নিগলারিয়া ফাউলেরি নামের অ্যামিবায় আক্রান্ত হয়েছেন, যা সাধারণভাবে 'মস্তিষ্কখেকো অ্যামিবা' নামে পরিচিত। এই অ্যামিবা মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ঘটায়, যাকে বলা হয় প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম)

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, এই সংক্রমণ সাধারণত আক্রান্ত হওয়ার পর থেকে ১৮ দিনের মধ্যে মৃত্যু ঘটায়, অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ শুরু হওয়ার প্রায় দিন পরেই। প্রাথমিক পর্যায়ে উপসর্গগুলো মেনিনজাইটিসের মতোজ্বর, মাথাব্যথা, গলা শক্ত হয়ে যাওয়া। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উষ্ণ মিঠা পানিতে সাঁতার কাটার পর এসব উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

মিজৌরি স্বাস্থ্য বিভাগের এপিডেমিওলজিস্ট ন্যাথান কোফারনাস বলেন, 'উপসর্গ দ্রুত খারাপের দিকে যায় এবং বেশিরভাগ মানুষ আসলে প্রায় পাঁচ দিনের মধ্যেই মারা যান।'

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এই অ্যামিবা উষ্ণ মিঠা পানিতে স্বাভাবিকভাবে থাকে এবং গ্রীষ্মকালে বেশি দেখা যায়। তবে মানুষের মধ্যে সংক্রমণ ঐতিহাসিকভাবে অত্যন্ত বিরল। ১৯৬২ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ধরনের সংক্রমণ মাত্র ১৬৭টি রিপোর্ট হয়েছে।

মার্সির মেডিসিন বিভাগের চেয়ারম্যান . ফাররিন মানিয়ান বলেন, 'মানুষের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, কারণ কার্যকর চিকিৎসা আসলে খুব সীমিত, যা সফলতার নিশ্চয়তা দিতে পারে না।'

মিসৌরিতে সর্বশেষ নিগলারিয়া ফাউলেরি সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২২ সালে। এর আগে কেবল ১৯৮৭ সালে একটি সংক্রমণ ধরা পড়েছিল।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে রোগীর সংক্রমণের উৎস খতিয়ে দেখা হচ্ছে। যদিও নিশ্চিত নয়, প্রাথমিক তথ্য বলছে অসুস্থ হওয়ার কয়েকদিন আগে ওই ব্যক্তি হয়তো লেক অব দ্য ওজার্কসে ওয়াটার স্কিইং করেছিলেন। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রজুড়ে উষ্ণ মিঠা পানিতে এই অ্যামিবার উপস্থিতি ধরেই নিতে হবে, যদিও সংক্রমণ এখনও বিরল।

এই মুহূর্তে মিজৌরিতে পিএএমএর অন্য কোনো সন্দেহভাজন কেস তদন্তাধীন নেই। সিডিসি বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং মিজৌরি স্বাস্থ্য বিভাগের কাছে পাঠিয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদিও ঐতিহাসিকভাবে এই সংক্রমণ বিরল, জলবায়ু পরিবর্তনের কারণে পানির তাপমাত্রা বেড়ে যাওয়া এবং ঘন ঘন বন্যার ফলে সংক্রমণের ঝুঁকি এখন বাড়ছে।

২০২৩ সালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, নিগলারিয়া ফাউলেরি ৮০ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সবচেয়ে ভালোভাবে বেঁচে থাকে। এই তাপমাত্রা অন্য জীবাণুর জন্য প্রতিকূল, ফলে অ্যামিবার সংখ্যা দ্রুত বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনে হ্রদ নদীর পানি ক্রমেই উষ্ণ হচ্ছে, আর প্রবল ঝড়ে বন্যার মাধ্যমে পানিতে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে এই প্রাণঘাতী অ্যামিবার বিস্তারের জন্য তৈরি হচ্ছে আদর্শ পরিবেশ।

সূত্র: ডব্লিউএফএএ