স্যুটকেসে শিশু খুঁজে পেলেন বাসচালক , নারী গ্রেপ্তার

নিউজিল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাসে ভ্রমণের সময় একটি স্যুটকেসে করে এক শিশুকে নিয়ে যাচ্ছিলেন।

Aug 5, 2025 - 09:07
স্যুটকেসে শিশু খুঁজে পেলেন বাসচালক , নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাসে ভ্রমণের সময় একটি স্যুটকেসে করে এক শিশুকে নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় গোয়েন্দা পরিদর্শক সাইমন হ্যারিসন জানিয়েছেন, রবিবার ( আগস্ট) ওই শিশুকে একটি বাসের লাগেজ বিভাগের মধ্যে পাওয়া যায়।

সেদিন দুপুরে এক যাত্রী লাগেজ দেখতে চাইলে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাটি ঘটে কাইওয়াকা নামক স্থানে, এটি অকল্যান্ড শহরের প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।

বাসচালক যখন যাত্রীর অনুরোধে লাগেজ বিভাগে সহায়তা করছিলেন, তখন তিনি একটি ব্যাগ নড়াচড়া করতে দেখে সন্দেহ করেন। স্যুটকেসটি খুললে তারা দেখতে পান, সেখানে একটি দুই বছর বয়সী মেয়ে শিশু রয়েছে।

শিশুটির শরীর প্রচণ্ড গরম ছিল, তবে আপাতদৃষ্টিতে সে অক্ষত ছিল বলে মনে হয়েছে। তাকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

গোয়েন্দা পরিদর্শক হ্যারিসন বলেন, আমরা বাসচালককে ধন্যবাদ সাধুবাদ জানাতে চাই যে তিনি বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন এবং সম্ভাব্য ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করে।'

পুলিশ এখনো জানায়নি, শিশুটি কীভাবে ওই নারীর সঙ্গে সম্পর্কিত বা কেন তাকে স্যুটকেসে রাখা হয়েছিল।

 ২৭ বছর বয়সী ওই নারীকে অভিযুক্ত করা হয়েছে এবং সোমবার ( আগস্ট) তাকে আদালতে হাজির করা হয়।

সূত্র: ফক্স-ফোর