সহজ হচ্ছে গ্রিন কার্ড ও ফ্যামিলি ভিসা, ২০ হাজার ডলারে দ্রুত অনুমোদন

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ একটি সংশোধিত দ্বিদলীয় অভিবাসন বিল উত্থাপন করেছে — 'ডিগনিটি অ্যাক্ট অব ২০২৫' — যার লক্ষ্য হলো আইনি অভিবাসন প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনা, ভিসা জট কমানো এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত অভিবাসীদের মর্যাদা সংক্রান্ত সমস্যার সমাধান করা।

Aug 13, 2025 - 07:36
সহজ হচ্ছে গ্রিন কার্ড ও ফ্যামিলি ভিসা, ২০ হাজার ডলারে দ্রুত অনুমোদন
ছবি: রয়টার্স

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ একটি সংশোধিত দ্বিদলীয় অভিবাসন বিল উত্থাপন করেছে — 'ডিগনিটি অ্যাক্ট অব ২০২৫' — যার লক্ষ্য হলো আইনি অভিবাসন প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনা, ভিসা জট কমানো এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত অভিবাসীদের মর্যাদা সংক্রান্ত সমস্যার সমাধান করা। এই বিলটি উত্থাপন করেছেন ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার এবং সহ-নেতৃত্ব দিচ্ছেন টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি ভেরোনিকা এস্কোবার। বিলটিকে আরও সমর্থন জানিয়েছেন রিপাবলিকান দলের অতিরিক্ত দশজন আইনপ্রণেতা।

২০৩৫ সালের মধ্যে ব্যাকলগ কমানো

বিলের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলোআইনি অভিবাসন ভিসার ব্যাকলগ বা জট সম্পূর্ণভাবে দূর করতে অপেক্ষার সময়সীমা সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ রাখা। যাদের অপেক্ষার সময় ইতিমধ্যে এর চেয়ে বেশিতা পরিবার-ভিত্তিক হোক বা কর্মসংস্থান-ভিত্তিকতারা ২০,০০০ ডলার প্রিমিয়াম প্রসেসিং ফি দিয়ে দ্রুত ভিসা পেতে পারবেন। লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে এমন সকল আবেদনকারীর জট শেষ করা যারা এক দশকের বেশি সময় ধরে অপেক্ষায় আছেন।

দেশভিত্তিক কোটার সংশোধন

যেসব দেশের নাগরিকদের জন্য চাহিদা বেশি বলে ভিসা পেতে অনেক বেশি সময় লাগে, সেই বৈষম্য কমাতে বিলটি কর্মসংস্থান-ভিত্তিক পরিবার-স্পনসরকৃত গ্রিন কার্ডের জন্য দেশভিত্তিক কোটার সীমা % থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব দিয়েছে। এতে দেশভিত্তিক জট কিছুটা কমবে এবং সময়ের সঙ্গে সঙ্গে ব্যবস্থা আরও ন্যায়সংগত হবে।

ডকুমেন্টেড ড্রিমারদের সুরক্ষা

এই আইনে আমেরিকাস চিলড্রেন অ্যাক্ট-এর কিছু অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ডকুমেন্টেড ড্রিমারদের (যারা কাজের ভিসাধারী অভিভাবকের সন্তান এবং অন্তত ১০ বছর ধরে আইনসম্মতভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে) সুরক্ষা দেওয়া হবে। বিলটি পাস হলে এই গোষ্ঠী আইনসম্মত স্থায়ী বাসিন্দার (এলপিআর) মর্যাদা পাবে এবং ২১ বছর পূর্ণ হওয়ার পর ভিসা জটের কারণে তাদের আইনি অবস্থান হারানোর ঝুঁকি থাকবে না।

কর্মসংস্থান শিক্ষার্থী ভিসায় সংস্কার

ডিগনিটি অ্যাক্ট কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন নীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রেখেছে

ডেরিভেটিভ ফ্যামিলি মেম্বারস: সন্তান জীবনসঙ্গীকে আর বার্ষিক ভিসা কোটায় গণনা করা হবে না। ফলে মোট কোটার সংখ্যা না বাড়িয়েই বেশি দক্ষ কর্মীকে ভিসা দেওয়া সম্ভব হবে।

এফ- স্টুডেন্ট ভিসা: এই ভিসাগুলো এখন থেকে ডুয়াল-ইনটেন্ট হবে, অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশনের পর যুক্তরাষ্ট্রে চাকরির পরিকল্পনা রাখতে পারবেন, দেশে ফেরার ইচ্ছা প্রমাণ করার প্রয়োজন হবে না। এছাড়া ওপিটি- কর্মরতরা সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স প্রদান করবেন।

'' ভিসা: এসটিইএম বা মেডিকেল বিষয়ে পিএইচডি সম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য '' ভিসা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার অনুমাননির্ভর সুবিধা থাকবে, যাতে দক্ষ জনবল ধরে রাখা যায়।

সংস্থার তদারকি অর্থায়ন

একটি নতুন ইমিগ্রেশন এজেন্সি কো-অর্ডিনেটর অফিস গঠন করা হবে, যা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব লেবারের মধ্যে কার্যক্রম সমন্বয় করবে। এই কাজে সহায়তার জন্য বিলটি ৩৬০ কোটি ডলার বরাদ্দ দিচ্ছে, যা ভিসা প্রসেসিং জটও কমাবে।

এরপর কী?

ডিগনিটি অ্যাক্ট-২০২৫ হলো ২০২৩ সালের প্রস্তাবের নবায়নকৃত সংস্করণ, যার উদ্দেশ্য অভিবাসন সংস্কারে দলীয় বিভাজন কমানো। বিলটির নাম এসেছে 'ডিগনিটি ফর ইমিগ্র্যান্টস হোয়াইল গার্ডিং আওয়ার নেশন টু ইগনাইট অ্যান্ড ডেলিভার দ্য আমেরিকান ড্রিম' সংক্ষেপে ডিআইজিএনআইডিএডি থেকে।

রিপ্রেজেন্টিটিভ সালাজার বলেন,  'এই বিল বাম বা ডান নিয়ে নয়। এটি একটি সমস্যার সমাধান নিয়ে, যা বহু দশক ধরে ভেঙে পড়েছে। আমেরিকার জনগণ এমন একটি সমাধানের জন্য প্রস্তুত, যা একদিকে কঠোর, অন্যদিকে ন্যায্য।'

মার্কিন জনমত জরিপে দেখা গেছেপ্রতি ১০ জনের মধ্যে জন অনথিভুক্ত অভিবাসীদের বৈধ মর্যাদার পথে সমর্থন জানায়। তবে বিলটির ভবিষ্যৎ নির্ভর করবে কংগ্রেস কীভাবে আসন্ন অভিবাসন, সীমান্ত নিরাপত্তা শ্রমবাজার সংক্রান্ত বিতর্কগুলো সামাল দেয়, তার ওপর।

সূত্র: ইকোনমিক টাইমস