লালন থেকে হাসন রাজা: ফ্রিসকো মাতাবে ‘এ র্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’
ডালাসের বাংলা সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে ডিএফডব্লিউ ইউফোনি। আগামী ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় ফ্রিসকো ডিসকভারি সেন্টারের ব্ল্যাক বক্সে অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম প্রযোজনা— ‘এ র্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’।

ডালাসের বাংলা সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে ডিএফডব্লিউ ইউফোনি। আগামী ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় ফ্রিসকো ডিসকভারি সেন্টারের ব্ল্যাক বক্সে অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম প্রযোজনা— ‘এ র্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’।
সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম আয়োজক নাবিলা নূর কুহু বলেন, “ডালাসে অসংখ্য অনুষ্ঠান হলেও আমরা চেয়েছিলাম এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সংগীতপ্রেমীরা আরামদায়ক পরিবেশে কেবল সংগীত উপভোগ করতে পারবেন। এখানে সংগীতই আমাদের তারকা।”
ইউফোনির এবারের আয়োজন কেন্দ্র করে বাংলার লোকসংগীত— লালনের আধ্যাত্মিক মরমী ভাব থেকে শুরু করে ভাটিয়ালির নদীমাতৃক সুর, ভাওয়াইয়ার উত্তরী সুরেলা ধারা, কিংবা হাসন রাজার কবিতাময় উত্তরাধিকার— এসব চিরন্তন ধারাকে আধুনিক ফিউশনের ছোঁয়ায় পরিবেশন করা হবে।
কুহু জানান, “পূর্বের আয়োজনে আমরা পরিবেশন করেছি ক্লাসিক, গজল ও সমকালীন গান। এবার আমরা নিয়ে আসছি লোকগানের শিকড়, আর তার সঙ্গে সঠিক মাত্রায় ফিউশন। এইবার তিনজন শিল্পী আসছেন ডিএফডব্লিউ মেট্রোপ্লেক্স থেকে, একজন অস্টিন থেকে এবং দুজন হিউস্টন থেকে। সবার সহযোগীতায় আমরা অপেক্ষা করছি এক সুন্দর আয়োজনের।”
ডিএফডব্লিউ ইউফোনির আরেক সহ-প্রতিষ্ঠাতা সানজানা আহমেদ বলেন, “আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি ধারার জন্য সবচেয়ে উপযুক্ত শিল্পীকে বেছে নিতে। এবারের পরিবেশনা হবে রঙিন, প্রাণবন্ত এবং শ্রোতারা পাবেন সবচেয়ে জনপ্রিয় ও হৃদয়ছোঁয়া লোকগানের আসর।”
টিকিট কিনতে ক্লিক করুন এই লিংকে।