Tag: ডিএফডব্লিউ ইউফোনি

লালন থেকে হাসন রাজা: ফ্রিসকো মাতাবে ‘এ র‍্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’

ডালাসের বাংলা সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে ডিএফডব্লিউ ইউফোনি। আগামী ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় ফ্রিসকো ডিসকভারি সেন্টারের ব্ল্যাক বক্সে অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম প্রযোজনা— ‘এ র‍্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’।