ইউএনটি বিএসএ ২০২৫–২৬ মেয়াদের নতুন কমিটি ঘোষণা
নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ইউএনটি) বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) ২০২৫–২০২৬ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে নতুন কমিটির নেতৃবৃন্দ ২০২৫ সালের ফল সেমিস্টারের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন।

নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ইউএনটি) বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) ২০২৫–২০২৬ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে নতুন কমিটির নেতৃবৃন্দ চলতি বছরের ফল সেমেস্টারের শুরুতে দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান সভাপতি এস এম সাইফুল ইসলাম বাঁধনের স্বাক্ষরিত ঘোষণাপত্রে জানানো হয়, এবারের নির্বাচন ছিল স্বচ্ছ ও সবার অংশগ্রহণে পূর্ণ। নির্বাচিতরা হলেন:
- প্রেসিডেন্ট: শেখ আরাফাত ইসলাম নিহাদ
- ভাইস-প্রেসিডেন্ট: শাকিলা জামান
- জেনারেল সেক্রেটারি: মো. আফিকুর রহমান খান
- কালচারাল সেক্রেটারি: অয়ন পাল
ঘোষণায় আরও বলা হয়, "নবনির্বাচিত কমিটি আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের প্রতিশ্রুতি ও সময় দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
নতুন কমিটিতে আরও আছেন:
- ট্রেজারার: অনির্বাণ সাহা অনিক
- ইভেন্ট কো-অর্ডিনেটর: রুবেল হাসান মল্লিক
- পাবলিক রিলেশনস অ্যান্ড আউটরিচ অফিসার: আনামুল হক মোল্লা
নতুন নেতৃত্বের অধীনে বিএসএ আরও একটি সফল বছরের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছে সংগঠনের সদস্যরা ও শুভানুধ্যায়ীরা।