‘পাইলটের ভুলে’ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন
গত ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে, পাইলটের ভুলে দূর্ঘটনাটি ঘটেছে।

গত ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে, পাইলটের ভুলে দূর্ঘটনাটি ঘটেছে।
প্রতিবেদনটিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তদন্ত টিম। তবে এতে দেখা গেছে যে, বিমানের ইঞ্জিন চালু ও বন্ধ করার জন্য ব্যবহৃত ফুয়েল সুইচগুলো দুর্ঘটনার মুহূর্তে 'কাট-অফ' অবস্থায় ছিল।
ককপিট থেকে পাওয়া ভয়েস রেকর্ডিং অনুযায়ী, সুইচগুলো কীভাবে বন্ধ হলো তা নিয়ে দুই পাইলটের মধ্যে বিভ্রান্তি ছিল। একজন পাইলটের অন্যজনকে জিজ্ঞেস করতে শোনা যায়, তিনি কেন সুইচ বন্ধ করলেন, জবাবে অপর পাইলট বলেন, তিনি তা করেননি।
ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জনগণকে আগেভাগে কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে অনুরোধ জানিয়েছেন। একটি মার্কিন বিমান নিরাপত্তা সংস্থা বলেছে, তদন্ত 'তথ্য অনুসরণ করে এগোবে।'
কিছু নিহত যাত্রীর পরিবার উত্তর পাওয়ার দাবি জানাচ্ছেন। একজন বলেছেন, এই রিপোর্ট প্রকাশের পর তিনি উত্তর না পেয়ে আরও বেশি প্রশ্নের মুখোমুখি হয়েছেন।
এই তদন্ত ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো পরিচালনা করছে, আর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সহযোগিতা করছে।
একটি চূড়ান্ত প্রতিবেদন আগামী বছর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সোর্স: বিবিসি