'আসক্তিকর ডিজাইন' ব্যবহারের মামলায় হেরে গেল টিকটক
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আদালত টিকটকের আবেদন খারিজ করেছে। আবেদনে সংস্থাটি শিশুদের লক্ষ্য করে 'প্রতারণামূলক ও আসক্তিকর ডিজাইন' ব্যবহারের অভিযোগ বাতিল করতে চেয়েছিল।

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আদালত টিকটকের আবেদন খারিজ করেছে। আবেদনে সংস্থাটি শিশুদের লক্ষ্য করে 'প্রতারণামূলক ও আসক্তিকর ডিজাইন' ব্যবহারের অভিযোগ বাতিল করতে চেয়েছিল।
নিউ হ্যাম্পশায়ারের অ্যাটর্নি জেনারেল জন ফরমেলা এক বিবৃতিতে বলেন, 'আদালতের এই সিদ্ধান্ত টিকটককে আইনের আওতায় আনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যারা এমন সব আচরণ করছে যা শিশুদের ঝুঁকির মধ্যে ফেলছে।'
বিচারক জন কিসিঞ্জার জুনিয়র তাঁর রায়ে উল্লেখ করেন, এই মামলার দাবি যথেষ্ট নির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য, এবং এটি অ্যাপের বৈশিষ্ট্য—না যে অ্যাপে কী কনটেন্ট রয়েছে—তার ভিত্তিতে করা হয়েছে। তিনি আরও বলেন, মামলাটি অ্যাপের ত্রুটিপূর্ণ ও বিপজ্জনক ডিজাইনের অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, 'আসক্তিকর ডিজাইন ফিচার' ব্যবহার করে শিশুদের অ্যাপে বেশি সময় ধরে রাখা হচ্ছে, যাতে তারা বেশি বিজ্ঞাপন দেখে এবং টিকটকশপের মাধ্যমে কেনাকাটা করে।
টিকটকের পক্ষ থেকে একজন মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেন, এই মামলাটি পুরনো ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাছাইকৃত অভিযোগ উপস্থাপন করছে।'
উল্লেখ্য, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের টিকটক কার্যক্রম বিক্রি করার জন্য তৃতীয়বারের মতো সময়সীমা বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: এনবিসিফাইভ ডালাস ফোর্টওয়ার্থ