ট্রাম্পের টি১ ফোনের ‘মেইড ইন আমেরিকা’ স্লোগান নিয়ে ধোঁয়াশা ও বিতর্ক

নতুন মোবাইল সেবা চালুর পাশাপাশি ‘মেইড ইন আমেরিকা’ দাবিতে প্রচারিত স্মার্টফোন টি-ওয়ান ৮০০২  নিয়ে বিতর্কে জড়িয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। শুরুতে ফোনটি সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি বলে প্রচার করা হলেও, সম্প্রতি ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে সেই দাবি গোপনে সরিয়ে ফেলা হয়েছে।

Jun 26, 2025 - 15:34
ট্রাম্পের টি১ ফোনের ‘মেইড ইন আমেরিকা’ স্লোগান নিয়ে ধোঁয়াশা ও বিতর্ক
ছবি: সংগৃহীত

নতুন মোবাইল সেবা চালুর পাশাপাশি ‘মেইড ইন আমেরিকা’ দাবিতে প্রচারিত স্মার্টফোন টি-ওয়ান ৮০০২  নিয়ে বিতর্কে জড়িয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। শুরুতে ফোনটি সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি বলে প্রচার করা হলেও, সম্প্রতি ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে সেই দাবি গোপনে সরিয়ে ফেলা হয়েছে।

পরিবর্তে এখন ওয়েবসাইটে উঠে এসেছে কিছু অস্পষ্ট অথচ দেশাত্মবোধে পরিপূর্ণ মার্কেটিং বাক্য। দাবি করা হয়েছে, ফোনটি নাকি “আমেরিকান মূল্যবোধকে সামনে রেখে ডিজাইন করা” এবং এর প্রতিটি ইউনিটের পেছনে আছে “আমেরিকান হাতের ছোঁয়া।” নতুন স্লোগান দেওয়া হয়েছে: “প্রিমিয়াম পারফরমেন্স, প্রাউডলি অ্যামেরিকান’’  এই ঘটনায় ফোনটির উৎপত্তি এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

এমন সব পরিবর্তনের ব্যাখ্যা জানতে চাইলে ট্রাম্প অর্গানাইজেশন কোনো মন্তব্য করেনি। ধারণা করা হচ্ছে, তারা হয়তো ফোনের নির্মাতা বা সরবরাহকারী পরিবর্তন করেছে।

প্রধান বৈশিষ্ট্যের তালিকায় প্রথমেই রয়েছে “অ্যামেরিকান প্রাউড ডিজাইন’’শব্দচয়ন যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন, আসলে এতে নেই কোনও প্রকৃত তথ্য। কোথাও বলা হয়নি যে ফোনটি সত্যিই আমেরিকায় তৈরি। এমনকি স্পষ্ট নয় ফোনটির ডিজাইন কোথা থেকে এসেছে।

এখানেই শেষ নয়—ফোনের প্রযুক্তিগত বিবরণও বদলে গেছে। আগে বলা হয়েছিল, টি-ওয়ান-এ থাকবে ৬ দশমিক ৭৮ ইঞ্চির  এমোলেড ডিসপ্লে, এখন তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৫ ইঞ্চিতে।  র্যাম  সম্পর্কে আগে বলা হয়েছিল ১২ গিগাবাইট, এখন সেই তথ্যও গায়েব। তাছাড়া শুরুতে বলা হয়েছিল, ফোনটি বাজারে আসবে চলতি বছরের সেপ্টেম্বরে। এখন সেটি পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে  “এই বছরের পরে” — এর চেয়ে বেশি কিছু বলা হয়নি।

এসব পরিবর্তনের কারণে এমন প্রশ্ন সহজেই তোলা যায় যে, ফোনটি আদৌ সত্যিকারের কোনো একটি কার্যকর ডিভাইস, না কি শুধুই মার্কেটিং গিমিক? কারণ ফোনটির ছবি এখনও সেই আগের মতোই বাজেভাবে ফটোশপ করা। মজার ব্যাপা হলো ফোনটি সম্পর্কে প্রায় সবকিছু বদল হলেও বদলায়নি একমাত্র বাজেভাবে ফটোশপ করা ওই ছবি ।

সবকিছু মিলিয়ে প্রযুক্তি উৎসুকদের অনেকেই বলতে শুরু করেছেন, এই ফোনের জন্য উত্তেজনায় দম ধরে বসে থাকার কিছু নেই। 

সূত্র: দ্য ভার্জ