তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
বাংলা কিশোর সাহিত্যের সোনালি যুগের এক তারার বিদায়। ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান আর নেই।
বাংলা কিশোর সাহিত্যের সোনালি যুগের এক তারার বিদায়। ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান আর নেই।
সোমবার (১৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেওয়া রকিব হাসানের শৈশব কেটেছে ফেনীতে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশোনা শেষ করলেও তাঁর আসল পরিচয় শুরু হয় ১৯৮৫ সালে, সেবা প্রকাশনী থেকে প্রকাশিত রহস্য-রোমাঞ্চ সিরিজ তিন গোয়েন্দা দিয়ে।
কিশোর, মুসা আর রবিনের অভিযানের জগৎ একসময় বাঙালি কিশোরদের কল্পনার রাজ্যে পরিণত হয়েছিল। রূপালি মাকড়সা, জলদস্যুর দ্বীপ, ঘড়ির গোলমাল কিংবা রক্তচক্ষুর মতো বই রাত জেগে পড়েছে অসংখ্য পাঠক।
রকিব হাসান শুধু ‘তিন গোয়েন্দা’র স্রষ্টাই নন, তিনি রাজু সিরিজের লেখক এবং আরব্য রজনী, ড্রাকুলা, টারজান, ট্রেজার আইল্যান্ডসহ বহু অনুবাদগ্রন্থের রচয়িতা।
কাজী আনোয়ার হোসেন ও শেখ আবদুল হাকিমের সঙ্গে তিনিও ছিলেন সেবার সোনালি যুগের অন্যতম মুখ। তাঁর প্রয়াণে কিশোর সাহিত্য ও রহস্য-রোমাঞ্চ ধারার এক ঐতিহ্যবাহী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
তথ্যসূত্র: টিবিএস