বেকার ও ছুটিতে থাকা সদস্যদের ২ হাজার ডলারের চেক ডালাসের চার্চের

মার্কিন অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরকারি শাটডাউনের সময়ে অনেকেই যখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি, ঠিক তখনই ডালাসের কনকর্ড চার্চে ঘটে এক আবেগঘন দৃশ্য। রোববারের প্রার্থনাসভায় চার্চটি বেকার ও সাময়িক ছুটিতে থাকা সদস্যদের জন্য বিশেষ এক চমক রাখে।

Nov 11, 2025 - 12:34
বেকার ও ছুটিতে থাকা সদস্যদের ২ হাজার ডলারের চেক ডালাসের চার্চের
শাটউাউনের মধ্যে চার্চের এই উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে। ছবি: এনবিসি ৫

মার্কিন অর্থনৈতিক অনিশ্চয়তা সরকারি শাটডাউনের সময়ে অনেকেই যখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি, ঠিক তখনই ডালাসের কনকর্ড চার্চে ঘটে এক আবেগঘন দৃশ্য। রোববারের প্রার্থনাসভায় চার্চটি বেকার সাময়িক ছুটিতে থাকা সদস্যদের জন্য বিশেষ এক চমক রাখে।

প্রার্থনা শেষে সিনিয়র পাদরি ব্রায়ান কার্টার মঞ্চে এসে উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘যারা বর্তমানে চাকরি হারিয়েছেন বা সরকারি ছুটির কারণে কষ্টে আছেন, তারা সামনে আসুন।এরপরই তিনি ঘোষণা দেন, চার্চের ২০০ জন সদস্যকে দেওয়া হবে হাজার ডলারের আর্থিক সহায়তা।

এই অপ্রত্যাশিত সংবাদে অনেকে আবেগে কেঁদে ফেলেন। কার্টার জানান, প্রার্থনা অনুরোধের মাধ্যমে চার্চ তাদের চিহ্নিত করেছে, যারা শাটডাউন বা ছাঁটাইয়ের ফলে আর্থিক সংকটে পড়েছেন।

তিনি বলেন, ‘আমরা শুধু প্রার্থনা নয়, বাস্তব সাহায্যের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা পৌঁছে দিতে চাই।

ডালাসের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। কঠিন সময়ে সমাজে ঐক্য সহমর্মিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে চার্চের এই উদ্যোগকে।

তথ্যসূত্র: এনবিসি