ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, কমপক্ষে ১৯ জন নিহত
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান রাজধানী ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান রাজধানী ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এর ভবনে বিমানটি আঘাত হানার পর একটি বিশাল আগুন ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের ফেসবুক বিবৃতিতে জানায়, বিমানটি ছিল একটি F-7 মডেলের প্রশিক্ষণ জেট, এবং দুপুর ১টার কিছু পর প্রশিক্ষণ অভিযানে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাইলটও নিহত হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক জানান, ৫০ জনের বেশি আহতকে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই আছেন। তাদের অনেকের শরীর দগ্ধ হয়েছে।
কলেজের একজন শিক্ষক রেজাউল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, তিনি সরাসরি দেখেছেন বিমানটি ভবনে আঘাত করছে।
আরেক শিক্ষক মাসুদ তারিক রয়টার্সকে বলেন, 'আমি একটি বিস্ফোরণের শব্দ শুনি। পেছনে তাকিয়ে দেখি শুধু আগুন আর ধোঁয়া... এখানে অনেক অভিভাবক আর শিশু ছিল।'
একজন শিক্ষার্থী জানান, 'বিমানটি আমার চোখের সামনেই ভবনে ধাক্কা খায়।'
বাংলাদেশের ফায়ার সার্ভিস তাদের সোশ্যাল মিডিয়ায় জানায়, নয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, এবং তাদের সাথে ছয়টি অ্যাম্বুলেন্সও রয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস জানিয়েছেন, 'এই ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বপ্রকার সহায়তা নিশ্চিত করা হবে।”
তিনি সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বলেন, 'এই ঘটনা জাতির জন্য গভীর শোকের মুহূর্ত। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি মোকাবেলা করতে নির্দেশ দিচ্ছি।'
বাংলাদেশ সরকার মঙ্গলবার দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। এদিন দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সূত্র: বিবিসি