স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের এফ (স্টুডেন্ট ), এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ (সবার জন্য উন্মুক্ত) রাখতে অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানানো হয়।

Jun 26, 2025 - 16:08
স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের এফ (স্টুডেন্ট ), এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ (সবার জন্য উন্মুক্ত) রাখতে অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, যারা এফ, এম অথবা জে ক্যাটাগরির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করছেন, তাদের অনুরোধ করা হচ্ছে যেন, তারা যেন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত সকল একাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ করে রাখেন।

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয় যে, ভিসার যাচাই প্রক্রিয়ায় আবেদনকারীর পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা নির্ধারণ সহজতর করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।