টেক্সাস টেক ক্যাম্পাসে গুলি: সন্দেহভাজন হামলাকারী নিহত

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার ভোররাতে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Jun 25, 2025 - 03:00
টেক্সাস টেক ক্যাম্পাসে গুলি: সন্দেহভাজন হামলাকারী নিহত

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার ভোররাতে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পুলিশপ্রধান কাইল বোনাথ এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জোনস এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের কাছে একটি "সন্দেহজনক গাড়ি" নিয়ে তদন্ত করার সময় ওই ব্যক্তি পুলিশের ওপর গুলি চালান। পুলিশ তখনই পাল্টা গুলি ছুড়ে। ঘটনাস্থলেই সন্দেহভাজনের মৃত্যু হয়। তবে দুই পুলিশ সদস্য আহত হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। একজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অন্যজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

লাবক পুলিশ বিভাগ ঘটনার তদন্ত করছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন পুলিশের মুখপাত্র অ্যাম্বার এডওয়ার্ডস। তিনি জানান, টেক্সাস টেক ক্যাম্পাস পুলিশ আনুমানিক রাত ১২টা ৪৫ মিনিটে মার্শা শার্প ফ্রিওয়ের ২৭০০ ব্লকে একটি গাড়িকে "সন্দেহজনক" মনে করে গাড়িটির দিকে এগিয়ে যায়। সেসময় গাড়িতে থাকা সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ করেই পুলিশের ওপর গুলি চালান। পুলিশও পাল্টা গুলি ছোড়ে, এবং ঘটনাস্থলেই সন্দেহভাজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির সঙ্গে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় কিংবা লাবাক এলাকার কোনো সংযোগ ছিল না।

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লরেন্স স্কোভানেক বলেন, “এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো আমাদের পুলিশ কর্মকর্তারা কী সাহসিকতা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, কারণ কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আহত পুলিশ কর্মকর্তাদের নামও তদন্তের স্বার্থে আপাতত গোপন রাখা হয়েছে।

ঘটনায় লাবাক পুলিশ তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালীন সেশনে ছাত্রসংখ্যা কম থাকায় ঘটনা সম্পর্কে অবহিত করতে কিছুটা দেরি হয়