‘রেইন অব বাংলা রক’-এ এক মঞ্চে ডালাসের তিন জনপ্রিয় ব্যান্ড
বাংলা রক সংগীতপ্রেমীদের জন্য ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ রক কনসার্ট। স্থানীয় সময় আগামী শনিবার, ১৯ জুলাই, ক্যারলটনের প্লাজা আর্ট সেন্টারে আয়োজিত হবে ‘রেইন অব বাংলা রক’ শিরোনামের কনসার্টটি। ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলের তিনটি জনপ্রিয় বাংলা ব্যান্ড— গণজোয়ার, মেলোডি লেন এবং অক্সফোর্ড এতে অংশ নেবে।

বাংলা রক সংগীতপ্রেমীদের জন্য ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ রক কনসার্ট। স্থানীয় সময় আগামী শনিবার, ১৯ জুলাই, ক্যারলটনের প্লাজা আর্ট সেন্টারে আয়োজিত হবে ‘রেইন অব বাংলা রক’ শিরোনামের কনসার্টটি।
ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলের তিনটি জনপ্রিয় বাংলা ব্যান্ড— গণজোয়ার, মেলোডি লেন এবং অক্সফোর্ড এতে অংশ নেবে।
আয়োজক সূত্রে জানা গেছে, দর্শকদের জন্য ভেন্যুর দরজা খুলবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং মূল কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ ডলার।
অনুষ্ঠানে খাবার ও পানীয় কেনার ব্যবস্থা থাকবে। টিকিটের জন্য যোগাযোগ: ৪৬৯-৮২৬-২৪৮৭
ফেসবুক ইভেন্ট লিংক।