মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল মালয়েশীয় সংবাদ মাধ্যমে মালয় মেইলকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল মালয়েশীয় সংবাদ মাধ্যমে মালয় মেইলকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগের আরও তদন্ত চলছে। পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬-এ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ–সংশ্লিষ্ট অপরাধের জন্য এ আইন প্রযোজ্য। এদের শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে। এর অাগে গত ২৪ এপ্রিল থেকে পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর অঞ্চলে তিন ধাপে এ অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
সাইফুদ্দিন আরও বলেন, গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযান থেকে জানা গেছে, গোষ্ঠীটি ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থার বিশ্বাস ছড়াচ্ছিল।
সাইফুদ্দিন আরও বলেন, পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী আদর্শ ছড়িয়ে দিতে একটি সংগঠিত সেল গড়ে তোলে। এই সেল মূলত সদস্যদের উগ্রপন্থায় দীক্ষিত করা, সন্ত্রাসী কার্যকলাপে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানোর মতো উদ্দেশ্য নিয়ে কাজ করছিল। মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীকে আশ্রয় বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জন্য ব্যবহারের সুযোগ দেবে না।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযানগুলো থেকে স্পষ্ট বোঝা যায়, জাতীয় নিরাপত্তা নিয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। মালয়েশিয়াকে জঙ্গি তৎপরতার ঘাঁটি কিংবা চরমপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে সরকার দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।