চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ঢাবি ও জবিতে বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঢাবিতে সন্ধ্যায় ছাত্রদল শাখার উদ্যোগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলাভবন ও মলচত্বর প্রদক্ষিণ শেষে টিএসসিতে সমাবেশে মিলিত হয়। এতে শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ডাকসু নির্বাচনের ছাত্রদল–সমর্থিত প্রার্থীরা অংশ নেন। সমাবেশে তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এর আগে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনও টিএসসি থেকে মশালমিছিল বের করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিকেলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে ভাষাশহীদ রফিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতভর হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, কিন্তু নিরাপত্তা বাহিনী সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জবি শাখা ছাত্রদল রাত ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।