ট্রাম্পের ইউএসএইডের ছাঁটাইকে বিধ্বংসী বললেন বিল গেটস
ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠায়। এই স্বাধীন সংস্থাটির শেষ কার্যদিবস ছিল ৩০ জুন। এই ছাঁটাইয়ের বিধ্বংসী প্রভাব সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য—এবং এখনও তা ফিরিয়ে আনা সম্ভব, খুব দেরি হয়ে যায়নি', গেটস শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই কথা লেখেন।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস শুক্রবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বন্ধ করে দেওয়া আন্তর্জাতিক সহায়তা তহবিল পুনরায় চালু করার সময় এখনো ফুরিয়ে যায়নি। ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠায়। এই স্বাধীন সংস্থাটির শেষ কার্যদিবস ছিল ৩০ জুন।
গেটস এক্স-এ এক পোস্টের প্রতি ইঙ্গিত করেন যা করেছিলেন স্যাম স্টেইন। তিনি রাজনৈতিক সংবাদমাধ্যম বুলওয়ার্ক-এর ব্যবস্থাপনা সম্পাদক এবং এমএসএনবিসি-এর একজন সহযোগী। সেখানে আফ্রিকার এক নাম প্রকাশ না করা সহায়তাকর্মীর মন্তব্য ছিল।
সেই সহায়তাকর্মী বলেন, শিশুদের জন্য এইচআইভির ওষুধের চালান মাসের পর মাস আসেনি এবং বিদ্যমান মজুত কয়েক সপ্তাহের মধ্যেই মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। ওই কর্মী আরও বলেন, নবজাতকদের জন্য অক্সিজেন টিউব এবং যৌনবাহিত রোগের ওষুধও বর্তমানে সঙ্কটে।
গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, 'আমাদের সহায়তা এখন থেকে লক্ষ্যপূর্ণ ও সময় সীমার মধ্যে হবে।' ইউএসএআইডি এখন পররাষ্ট্র দপ্তরের আওতায় চলে গেছে।
পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জুন মাসে জানান, তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জরুরি এইডস প্রতিরোধ কর্মসূচি থেকে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে।
তিনি বলেছিলেন, সহায়তা হ্রাসের ফলে ইতিমধ্যেই মানুষের মৃত্যু ঘটেছে। তার এক সপ্তাহ পর গেটসের মন্তব্য এলো।
গেটস জুন মাসে ইথিওপিয়া সফরের সময় এই ছাঁটাই নিয়ে বক্তব্য রাখেন, 'বিদেশি সহায়তা প্রোগ্রামগুলোতে অনেক ছাঁটাই হচ্ছে। কিছু ছাঁটাই এত হঠাৎ হচ্ছে যে ট্রায়াল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে অথবা ওষুধগুলো এখনও গুদামে পড়ে আছে এবং সুলভ হচ্ছে না। এই ছাঁটাইগুলো আমি মনে করি একটি বড় ভুল।'
গেটস ফাউন্ডেশন বহু বছর ধরে ইউএসএআইডির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, বিশ্ব উন্নয়ন ও স্বাস্থ্য খাতে বিলিয়ন ডলার ব্যয় করেছে, হাজার হাজার অনুদান প্রদান করেছে।
মে মাসে ফাউন্ডেশন ঘোষণা করে যে গেটস আগামী দুই দশকে তার প্রায় সমস্ত অর্থ দান করবেন। তখন তারা বলেছিল, 'বিশ্বজুড়ে সরকারগুলো সহায়তা তহবিলে দশ বিলিয়ন ডলারের ছাঁটাই ঘোষণা করেছে।'
ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, জরুরি এইডস প্রতিরোধ কর্মসূচি এবং ইউএসএআইডির প্রতিশ্রুতি হ্রাসের পাশাপাশি তারা আন্তর্জাতিক টিকাদান সংস্থা গ্যাভির সহায়তা বন্ধ করে দেবে। এই সংস্থাটি ১৯৯৯ সালে গঠন করেছিল গেটস ফাউন্ডেশন।
গেল শরৎকালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন বিল গেটস।
গত ডিসেম্বর মাসে গেটস ফ্লোরিডার মার-আ-লাগোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ডিনারে মিলিত হন। জানুয়ারি মাসে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে তিনি বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এটা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সূত্র: সিএনবিসি