ডিএফডব্লিউতে অনুষ্ঠিত মেটাল কনসার্ট ‘বাংলা আন্ডারগ্রাউন্ড ভলিউম ২’
গত ৩০ আগস্ট প্যান্টেগোতে অনুষ্ঠিত হয়েছে বাংলা মেটাল সংগীতের আয়োজন ‘বাংলা আন্ডারগ্রাউন্ড ভলিউম ২’। ডালাসের জনপ্রিয় দুটি ব্যান্ডের পারফর্মেন্সে আন্ডারগ্রাউন্ড কনসার্টটি সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্টটি অনুষ্ঠিত হয় প্যান্টেগো টাউনের ডঃ জেকিল’স বিয়ার ল্যাব-এ, যেখানে উপস্থিত ছিলেন ডিএফডব্লিউর সংগীতপ্রেমীরা।
গত ৩০ আগস্ট প্যান্টেগোতে অনুষ্ঠিত হয়েছে বাংলা মেটাল সংগীতের আয়োজন ‘বাংলা আন্ডারগ্রাউন্ড ভলিউম ২’। ডালাসের জনপ্রিয় দুটি ব্যান্ডের পারফর্মেন্সে আন্ডারগ্রাউন্ড কনসার্টটি সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্টটি অনুষ্ঠিত হয় প্যান্টেগো টাউনের ডঃ জেকিল’স বিয়ার ল্যাব-এ, যেখানে উপস্থিত ছিলেন ডিএফডব্লিউর সংগীতপ্রেমীরা।
চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে পারফর্ম করে অক্সফোর্ড এবং গণজোয়ার ব্যান্ড। প্রথমে মঞ্চে ওঠে গণজোয়ার। ডালাসের এই ব্যান্ডটি আর্টসেল, ক্রিপটিক ফেইটসহ বাংলা জনপ্রিয় ব্যান্ডগুলোর গান পরিবেশন করেন। এছাড়া তারা আয়রন মেইডেনের কয়েকটি জনপ্রিয় গানও পরিবেশন করেন। এরপর মঞ্চে ওঠে আরলিংটনের ব্যান্ড অক্সফোর্ড। ব্যান্ডটি আর্টসেল, শিরোনামহীন, আরবোভাইরাস, স্করপিওনস-এর মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর গান পরিবেশন করেন।
কনসার্টটির অন্যতম আয়োজক আনাফ মাহবুব জানান পরবর্তী আয়োজন আগামী বছরের একই সময়ে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে করার পরিকল্পনা রয়েছে। আনাফ বলেন, "দর্শকদের এমন সমর্থন পেয়ে আমরা অভিভূত। আমাদের এই কনসার্ট সিরিজের দুটি শো-এরই সব টিকিট বিক্রি হয়েছে।" তিনি আরও জানান, এবারের আয়োজন নিয়ে নতুন শিক্ষাবর্ষে আসা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
আনাফ মনে করেন, দর্শকরা এই কনসার্টে বাংলা রক সংগীতকে তার সেরা রূপে উপভোগ করতে পেরেছেন।
উপস্থিত দর্শক ও সংগীতপ্রেমীদের আগ্রহ প্রমাণ করেছে যে, ডিএফডব্লিউ এলাকায় বাংলা আন্ডারগ্রাউন্ড সঙ্গীতের প্রতি উদ্দীপনা ও সমর্থন ক্রমেই বাড়ছে।