আর্লিংটনে হত্যা-আত্মহত্যার ঘটনায় ২ জনের মৃত্যু
আর্লিংটনে এক নারী একটি হেয়ার সেলুনে ঢুকে এক পুরুষকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন। জানিয়েছে আর্লিংটন পুলিশ।

আর্লিংটনে এক নারী একটি হেয়ার সেলুনে ঢুকে এক পুরুষকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী সেলুনে প্রবেশ করে এক ৩৭ বছর বয়সী পুরুষকে একাধিকবার গুলি করেন। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর সময় তারা দেখেন, ওই নারী সেলুন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে কিছুক্ষণ পর তিনি আবার সেলুনে ফিরে গিয়ে নিজেকে গুলি করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের ধারণা, নিহত নারী ও পুরুষের মধ্যে পূর্বে একটি প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
নিহত দুজনের নাম এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনায় আর কেউ আহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ। তদন্ত চলমান।
সূত্র: এনবিসিডিএফডব্লিউ