মার্কিন সিনেটে ১১ বারের মতো সরকারি অর্থায়ন বিল প্রত্যাখ্যান
১১ বারের মতো প্রতিনিধি পরিষদে পাস হওয়া সরকারি অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। ৫০–৪৩ ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি।
১১ বারের মতো প্রতিনিধি পরিষদে পাস হওয়া সরকারি অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। ৫০–৪৩ ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি।
এটি পাস হলে ২১ নভেম্বর পর্যন্ত সরকারের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ মিলত। কিন্তু না হওয়ায় টানা ২০ দিন ধরে ফেডারেল সরকারের অচলাবস্থা অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সৈন্য মোতায়েন সীমিত করার আদালতের আদেশ পাশ কাটাতে তিনি ইনসারেকশন অ্যাক্ট ব্যবহার করতে পারেন। এ আইনকে তিনি বলেছেন ‘প্রেসিডেন্টের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী ক্ষমতা।’
এদিকে, একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে, ওরেগন রাজ্যের আপত্তি সত্ত্বেও সেখানে ন্যাশনাল গার্ড পাঠাতে পারবে প্রশাসন।
হোয়াইট হাউসে মঙ্গলবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ৮.৫ বিলিয়ন ডলারের খনিজ চুক্তি সই করেছেন ট্রাম্প।
তথ্যসূত্র: এনবিসি ৫