ল্যুভরে রত্ন চুরির ঘটনায় দুই সন্দেহভাজন আটক

প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে হাজার কোটি টাকার রত্ন চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারদের একজন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

Oct 26, 2025 - 23:00
ল্যুভরে রত্ন চুরির ঘটনায় দুই সন্দেহভাজন আটক
ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় জড়িত একজন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছবি: সংগৃহীত

প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে হাজার কোটি টাকার রত্ন চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারদের একজন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

গত সপ্তাহে ল্যুভরের অ্যাপোলো গ্যালারিতে দিনের আলোয় ঘটে এই দুঃসাহসী চুরি। কয়েক মিনিটে চোরেরা জাদুঘর থেকে রাজপরিবারের ঐতিহাসিক গয়না রত্ন নিয়ে পালায়, যার মূল্য ১০ কোটি ডলারের বেশি।

স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার সন্ধ্যায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়। দুজনই ত্রিশের কোঠায় এবং পুলিশ তাঁদের আগেও চিনত। আরও দুজন এখনো পলাতক।

প্রসিকিউটর লর বেকুয়ো জানান, একজন চার্লস দ্য গল বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করছিলেন। তবে চুরি হওয়া রত্ন উদ্ধার হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ ন্যুনেজ তদন্তকারীদের প্রশংসা করে বলেন, ‘তাঁরা দিনরাত পরিশ্রম করেছেন, যেমনটা আমি তাঁদের বলেছিলাম।

জাদুঘরের পরিচালক লরেন্স দে কার ঘটনাটিকেভয়াবহ ব্যর্থতাবলে অভিহিত করেছেন। অ্যাপোলো গ্যালারিটি ফরাসি রাজমুকুটের রত্নভান্ডার হিসেবে পরিচিত। চোরেরা ট্রাকের মই ব্যবহার করে জানালা ভেঙে প্রবেশ করে মাত্র সাত মিনিটে ৯টি অলংকার নিয়ে যায়।

চুরি হওয়া অলংকারের মধ্যে ছিল রানি মেরি-অ্যামেলি রানি হর্তেন্সের ব্যবহৃত হিরা-নীলা টায়রা নেকলেস। প্রায় ১০০ জন তদন্তকারী এখন মামলাটি নিয়ে কাজ করছেন।

ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমান স্বীকার করেছেন, ‘ ঘটনায় ল্যুভরের নিরাপত্তাব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ পেয়েছে।

তথ্যসূত্র: বিবিসি