টেক্সাসে মঙ্গলবার ভোট, যা জানা জরুরি

মঙ্গলবার টেক্সাসের ভোটাররা রাজ্যের ১৭টি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব, পাশাপাশি বিভিন্ন স্থানীয় নেতা ও প্রস্তাবনা নিয়ে ভোট দিতে দেবেন।

Nov 4, 2025 - 13:49
টেক্সাসে মঙ্গলবার ভোট, যা জানা জরুরি
সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। ছবি: ফক্স ফোর

মঙ্গলবার টেক্সাসের ভোটাররা রাজ্যের ১৭টি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব, পাশাপাশি বিভিন্ন স্থানীয় নেতা প্রস্তাবনা নিয়ে ভোট দিতে দেবেন।

আপনি যদি ভোটার হয়ে থাকেন, তাহলে এই প্রতিদেনটি আপনার জন্যই। ভোট দেওয়ার আগে যা জানা জরুরি, এখানে তা তুলে ধরা হলো।

ভোটকেন্দ্র খোলা থাকবে কখন

ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ কেন্দ্রে পৌঁছালে তিনি ভোট দিতে পারবেন।

যেখানে ভোট দেওয়া যাবে

আগেই ভোট না দিয়ে থাকলে মঙ্গলবার (নির্বাচনের দিন) সরাসরি ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা। নিচের কাউন্টিগুলোর বাসিন্দারা তাদের নিজ নিজ কাউন্টির যেকোনো ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন:

Collin, Dallas, Ellis, Erath, Henderson, Hood, Hopkins, Hunt, Jack, Kaufman, Navarro, Palo Pinto, Parker, Rockwall, Somervell, Tarrant.

আপনি যদি কাউন্টিগুলোর কোনো একটিতে বসবাস করেন এবং সেখানেই ভোটার হিসেবে নিবন্ধিত হন, তবে আপনাকে নিজের নির্ধারিত ভোটকেন্দ্রেই ভোট দিতে হবে।

Anderson, Bosque, Cooke, Delta, Denton, Fannin, Freestone, Hill, Johnson, Lamar, Rains, Red River, Van Zandt, Wise.

ভোটার নিবন্ধন কেন্দ্র যাচাই করতে টেক্সাস সেক্রেটারি অব স্টেটের ওয়েবসাইটে ‘Am I Registered’ পোর্টাল ভিজিট করা যাবে।

ভোট দেওয়ার জন্য নিবন্ধন কবে করতে হতো

নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার জন্য অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হয়েছে।

ভোট দিতে কী আইডি লাগে

সরাসরি ভোট দেওয়ার সময় বৈধ ছবি-সংবলিত পরিচয়পত্র দেখাতে হবে। গ্রহণযোগ্য আইডির মধ্যে রয়েছেটেক্সাস ড্রাইভিং লাইসেন্স, টেক্সাস ইলেকশন আইডি সার্টিফিকেট, পার্সোনাল আইডি বা হ্যান্ডগান লাইসেন্স কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক আইডি, নাগরিকত্ব সনদ বা পাসপোর্ট।

যাদের এসব আইডি নেই, তারা বিকল্পভাবে সরকারি নথি, বিদ্যুৎ বিল, ব্যাংক বিবৃতি, চেক বা জন্মসনদের অনুলিপি ব্যবহার করতে পারবেন।

মেয়াদোত্তীর্ণ আইডি কি চলবে

১৮ থেকে ৬৯ বছর বয়সীদের ক্ষেত্রে আইডির মেয়াদ সর্বোচ্চ বছর আগে শেষ হলেও ভোট দেওয়া যাবে। ৭০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হলেও সমস্যা নেই।

মোবাইল বা নোট কি নেওয়া যাবে কি

কেন্দ্রের ভেতরে মোবাইল, ক্যামেরা বা রেকর্ডার ব্যবহার করা যাবে না। তবে আগে থেকে প্রিন্ট করা নমুনা ব্যালট বা নোট সঙ্গে নেওয়া যাবে। কেন্দ্রের বাইরে এসব ডিভাইস ব্যবহার করা গেলেও ভোটকক্ষ থেকে ১০০ ফুটের মধ্যে কোনো ছবি বা শব্দ রেকর্ড করা নিষিদ্ধ।

অস্ত্র কিংবা রাজনৈতিক পোশাক

পোলিং স্টেশনে আগ্নেয়াস্ত্র আনা নিষিদ্ধ। কেবল ডিউটি বা অফডিউটি পুলিশ অফিসাররাই অস্ত্র বহন করতে পারেন। কোনো প্রার্থী, দল বা প্রচারসংক্রান্ত পোশাক বা চিহ্নও ভোটকেন্দ্রের ১০০ ফুটের মধ্যে পরিধান করা যাবে না।

সন্তানকে সঙ্গে নেওয়া যাবে

টেক্সাস নির্বাচন কোড অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী সন্তান ভোটার অভিভাবকের সঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে।

তথ্যসূত্র: ফক্স ফোর