প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেল সাজা কমিয়ে দিলেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেলের শাস্তি কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। সান্টোস আগে জালিয়াতি ও মিথ্যা পরিচয় দেওয়ার মামলায় দোষ স্বীকার করার পর সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড ভোগ করতে যাচ্ছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রাক্তন সাংসদ জর্জ সান্টোসের ফেডারেল জেলের শাস্তি কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। সান্টোস আগে জালিয়াতি ও মিথ্যা পরিচয় দেওয়ার মামলায় দোষ স্বীকার করার পর সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড ভোগ করতে যাচ্ছিলেন।
সান্টোসের আইনজীবী জোসেফ মারে জানান, রাত ১১টার দিকে নিউ জার্সির ফেয়ারটন ফেডারেল কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তখন তাকে স্বাগত জানানোর জন্য কারাগারের বাইরে তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন।
নিউইয়র্কের রিপাবলিকান এই প্রার্থী গত বছর দাতাদের সাথে প্রতারণা এবং তার নিজের পরিবারের সদস্য সহ ১১ জনের পরিচয় চুরি করার কথা স্বীকার করার পর এপ্রিল মাসে তাকে সাজা দেওয়া হয়।
সান্টোস ২৫ জুলাই ফেয়ারটন কারাগারে প্রবেশ করেছিলেন এবং সেখানে তাকে ন্যূনতম নিরাপত্তার বন্দী শিবিরে রাখা হয় যেখানে ৫০ জনেরও কম বন্দী ছিল।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জর্জ সান্টোস কিছুটা ‘অপরাধী’ ছিলেন, কিন্তু আমাদের দেশে অনেক অপরাধী আছেন যাদের সাত বছরের জেল খাটতে হয়নি। আমি মাত্রই একটি কমিউটেশন স্বাক্ষর করেছি, জর্জ সান্টোসকে তাৎক্ষণিকভাবে জেল থেকে মুক্তি দেওয়া হলো।’
তথ্যসূত্র: পলিটিকো