কিম জং উনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এশিয়া সফরে রওনা হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

Oct 25, 2025 - 08:26
কিম জং উনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। ছবি: সংগৃহীত

এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এশিয়া সফরে রওনা হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই। যদি আপনারা সেটা প্রচার করতে চান, আমি তাতে আগ্রহী।কিমের সঙ্গে তাঁরভালো সম্পর্করয়েছে বলেও দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

২০১৯ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছিলেন। তবে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে তাদের আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এর পর থেকে উত্তর কোরিয়া একাধিক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

এবারের সফরে ট্রাম্প মালয়েশিয়া জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বুসানেও যাবেন, সেখানে এপেক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে তাঁর বৈঠকেরও কথা রয়েছে। লি এর আগে হোয়াইট হাউস সফরে গিয়ে কোরীয় উপদ্বীপে শান্তি ট্রাম্প-কিম সাক্ষাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন।

দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, ট্রাম্প কিমের সাক্ষাৎ হওয়ারভালো সম্ভাবনারয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন, এমন কোনো বৈঠক ট্রাম্পের আনুষ্ঠানিক সূচিতে নেই।

এশিয়ান দেশগুলোর আসিয়ান সম্মেলনে যোগ দিতে ট্রাম্প প্রথমে মালয়েশিয়া যাচ্ছেন। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও তাঁর বৈঠক হবে।

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিরল খনিজ রপ্তানি সীমিত করায় বেইজিংয়ের বিরুদ্ধে ট্রাম্প ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদিও দুই দেশ আপাতত নতুন শুল্ক স্থগিত রেখেছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: বিবিসি