সংবিধানে না থাকলেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সংবিধান বাধা দিলেও তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে নাকচ করছেন না। সোমবার এয়ার ফোর্স ওয়ানে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি।

Oct 27, 2025 - 13:28
সংবিধানে না থাকলেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের
এয়ার ফোর্স ওয়ানে সংবাদ মাধ্যমের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সংবিধান বাধা দিলেও তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে নাকচ করছেন না। সোমবার এয়ার ফোর্স ওয়ানে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন বলেন, ‘ট্রাম্প ২০২৮ সালেও প্রেসিডেন্ট থাকবেন।সেই প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান, ট্রাম্প কি সংবিধান চ্যালেঞ্জ করার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে আমি নিয়ে ভাবিনি। তবে আমার জনপ্রিয়তা এখন সর্বোচ্চ পর্যায়ে।

তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ তাঁরচমৎকার টিমরয়েছে। এরপর যোগ করেন, ‘আমি নিশ্চিত নই, অন্য কেউ প্রার্থী হতে চাইবে কি না। যদি সুযোগ থাকে, আমি মনে করি সেটা অপ্রতিরোধ্য হবে। আমি অবশ্যই করতে চাই, এখন আমার রেটিং সবচেয়ে ভালো।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না।

এক সাংবাদিক জানতে চান, ভাইস প্রেসিডেন্ট হয়ে কি তিনি এই বাধা এড়িয়ে যেতে পারেন? ট্রাম্প বলেন, ‘আমি চাইলে পারতাম, কিন্তু সেটা করব না। এটা চতুর শোনালেও মানুষ পছন্দ করবে না। ঠিকও হবে না।

নিজের অর্জন প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তিনিআটটি যুদ্ধের সমাধানকরেছেন, যার মধ্যে কম্বোডিয়া-থাইল্যান্ড শান্তিচুক্তিও রয়েছে। তাঁর ভাষায়, ‘আমি কোটি মানুষের জীবন বাঁচিয়েছি। এটাই গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহে দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ পডকাস্টার স্টিভ ব্যানন বলেন, ‘ট্রাম্প ২০২৮ সালেও প্রেসিডেন্ট হবেন। এর জন্য একটি পরিকল্পনা রয়েছে, সময়মতো তা জানানো হবে।

তবে গত বছর টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি সংবিধান চ্যালেঞ্জ করে তৃতীয় মেয়াদে যেতে চান না—‘আমি চার বছর পূর্ণ মেয়াদে কাজ করতে চাই, আর সেটাই যথেষ্ট।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স