ছাত্রঋণ মওকুফের প্রক্রিয়া দ্রুততর করবে ট্রাম্প প্রশাসন

মার্কিন শিক্ষকদের ইউনিয়নের মামলার পর ট্রাম্প প্রশাসন প্রায় ২৫ লাখ ঋণগ্রহীতার জন্য ছাত্রঋণ মওকুফের প্রক্রিয়া পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।

Oct 22, 2025 - 13:47
ছাত্রঋণ মওকুফের প্রক্রিয়া দ্রুততর করবে ট্রাম্প প্রশাসন
শিক্ষক ইউনিয়ন এবং প্রশাসনের চুক্তিতে লাভবান হবেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মার্কিন শিক্ষকদের ইউনিয়নের মামলার পর ট্রাম্প প্রশাসন প্রায় ২৫ লাখ ঋণগ্রহীতার জন্য ছাত্রঋণ মওকুফের প্রক্রিয়া পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।

শুক্রবার শিক্ষক ইউনিয়ন এবং প্রশাসনের মধ্যে শুক্রবার সম্পাদিত চুক্তি অনুযায়ী, শিক্ষা বিভাগ যোগ্য ঋণগ্রহীতাদের ক্ষেত্রে ঋণ মওকুফের আবেদন দ্রুত নিষ্পত্তি করবে। আগের এক আদালতের রায়ের ব্যাখ্যা ঘিরে এই মওকুফ বন্ধ ছিল। নতুন সমঝোতায় চলতি বছরের মধ্যে যাদের ঋণ মওকুফ হবে, তাদের ওপর করের বোঝাও পড়বে না।

আমেরিকান ফেডারেশন অব টিচার্সের প্রেসিডেন্ট ্যান্ডি ওয়েইনগারটেন বলেন, ‘আমরা প্রশাসনের অবৈধ বিলম্বের বিরুদ্ধে লড়েছিএখন অনেক ঋণগ্রহীতা অবশেষে মুক্তির আলো দেখতে পাবেন।

চুক্তি অনুযায়ী, আয়নির্ভর (আইডিআর), ইনকাম-কন্টিনজেন্ট, ‘পে অ্যাজ ইউ আর্ন সরকারি সেবায় ঋণ মওকুফ কর্মসূচির আওতায় থাকা যোগ্য ঋণগ্রহীতাদের ঋণ বাতিল করতে হবে। যারা প্রয়োজনের চেয়ে বেশি পরিশোধ করেছেন, তারা ফেরত পাবেন সেই অর্থ।

বর্তমানে আইডিআর পরিকল্পনায় থাকা প্রায় ২৫ লাখ এবং সরকারি সেবায় ঋণ মওকুফ কর্মসূচিতে অপেক্ষমাণ আরও ৭০ হাজার ঋণগ্রহীতা এই মওকুফের আওতায় আসবেন। তবে শিক্ষা দফতরে কর্মী ছাঁটাইয়ের কারণে আবেদন নিষ্পত্তিতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: এনবিসি