শিশুর অটিজম ঝুঁকি লুকানোয় টাইলেনলের বিরুদ্ধে টেক্সাস অ্যাটর্নি জেনারেলের মামলা
শিশুর মস্তিষ্কের বিকাশে ঝুঁকি গোপন করার অভিযোগে টাইলেনল প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন ও কেনভিউ বিরুদ্ধে মামলা করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।
শিশুর মস্তিষ্কের বিকাশে ঝুঁকি গোপন করার অভিযোগে টাইলেনল প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন ও কেনভিউ বিরুদ্ধে মামলা করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।
মামলায় বলা হয়েছে, কোম্পানিগুলো লাভের জন্য বছরজুড়ে মিথ্যা প্রচার চালিয়েছে এবং গর্ভবতী নারীদের জন্য টাইলেনলকে নিরাপদ বলে তুলে ধরেছে। প্যাক্সটন বলেছেন, ‘তারা আমেরিকাকে প্রতারিত করেছে, ঝুঁকি জেনেও ওষুধ বিক্রি করেছে।’
জননসন অ্যান্ড জনসনের হাত ধরে টাইলেনল বাজারে আসলে এর উৎপাদন ও বিপণন করে থাকে কেনভিউ। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে কেনভিউ। কোম্পানিটির দাবি, অ্যাসিটামিনোফেন (টাইলেনলের মূল উপাদান) ও অটিজমের মধ্যে কোনো বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
মার্কিন স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠনও বলেছে, গর্ভাবস্থায় ব্যথা ও জ্বরের চিকিৎসায় অ্যাসিটামিনোফেনই নিরাপদ বিকল্প, এবং দুই দশকের গবেষণায় এ ওষুধে অটিজমের প্রমাণ মেলেনি।
মামলাটি এমন সময় দায়ের হলো, যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টাইলেনল ও অটিজমের মধ্যে সম্ভাব্য যোগসূত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
প্যাক্সটন, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ এবং সিনেট প্রার্থী, অভিযোগ করেছেন, কোম্পানিগুলো ‘বৈজ্ঞানিক সত্য গোপন করে জনগণকে বিভ্রান্ত করেছে।’ মামলায় টাইলেনলের গর্ভবতী নারীদের জন্য নিরাপদ বলে যে প্রচার চালানো হয়, তা বন্ধেরও দাবি জানানো হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি