টেক্সাসে এলিমেন্টারি স্কুলে শিশুকে আঘাত করে শিক্ষিকা গ্রেপ্তার
টেক্সাসের আনা শহরের হেনড্রিকস এলিমেন্টারি স্কুলে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনায় শিক্ষিকা মিকায়েলা বেথ প্রিস্টকে বরখাস্তের পর আটক করা হয়েছে।
টেক্সাসের আনা শহরের হেনড্রিকস এলিমেন্টারি স্কুলে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনায় শিক্ষিকা মিকায়েলা বেথ প্রিস্টকে বরখাস্তের পর আটক করা হয়েছে।
আনা ইনডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট জানায়, গত সপ্তাহে ঘটনাটি সামনে আসার পর প্রিস্টকে ক্লাস থেকে সরিয়ে প্রশাসনিক ছুটিতে রাখা হয়। পরে শনিবার শিশুকে আঘাত করার জন্য তৃতীয় ডিগ্রির অপরাধের অভিযোগ আনা হয়।
ভুক্তভোগী শিশুর মা ড্যানিয়েল ব্রুমফিল্ড জানান, তার মেয়েকে শিক্ষিকা এত জোরে চাপ দিয়ে ধরেছিলেন যে তার শরীরে দাগ পড়ে যায়। ঘটনাটি পুরো ক্লাসের সামনে ঘটে বলে দাবি তার। খেলার সময় আরেক শিক্ষিকা শিশুটির হাতে দাগ দেখে স্কুল প্রশাসনকে জানান।
ঘটনার পর ব্রুমফিল্ডকে ফোন করে ডেকে আনা হয়। তিনি বলেন, ‘আমাকে জানানো হয়, ক্লাসে কাগজ বিলি করার সময় এক ছেলে আমার মেয়ের কাগজটি নিয়ে নেয়। মেয়েটি সেটি ফেরত নিতে গেলে শিক্ষিকা তার হাত চেপে ধরেন, জোরে টেনে তুলে তাকে শাস্তি হিসেবে ‘টাইমআউট চেয়ারে’ বসিয়ে দেন।’
মেয়ের শরীরে আঘাতের চিহৃ দেখে হতাশ ব্রুমফিল্ড। তার প্রশ্ন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। শিক্ষকই যদি এমন করেন, তাহলে নিরাপত্তা কোথায়?’
টেক্সাস এডুকেশন এজেন্সির তথ্যমতে, প্রিস্ট চলতি বছরের মার্চে শিক্ষকতার ইন্টার্ন সার্টিফিকেট পান। এর আগে তিনি প্রিন্সটনে কাজ করতেন।
কলিন কাউন্টি শেরিফ অফিস জানায়, ঘটনাটি এখনো তদন্তাধীন। প্রিস্ট জামিনে মুক্তি পেয়েছেন।
তথ্যসূত্র: ফক্স ফোর