ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গুলি, শিক্ষার্থীসহ আহত ৩

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির (ওএসইউ) এক আবাসিক ভবনের বাইরে গুলিবর্ষণে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

Oct 19, 2025 - 13:17
ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গুলি,  শিক্ষার্থীসহ আহত ৩
ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনার তদন্ত করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির (ওএসইউ) এক আবাসিক ভবনের বাইরে গুলিবর্ষণে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে স্টিলওয়াটার ক্যাম্পাসের ক্যারেকার ইস্ট রেসিডেনশিয়াল হলের বাইরে ঘটনা ঘটে। ওএসইউ পুলিশ জানায়, ক্যাম্পাসের বাইরে একটি বেসরকারি পার্টি শেষে কিছু অংশগ্রহণকারী ফিরে এলে তাদের মধ্যে সংঘর্ষ থেকে গুলিবর্ষণ ঘটে।

আহতদের সবাইকে ওকলাহোমা সিটি টালসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ওএসইউ পুলিশ প্রধান মাইকেল বেকনার জানান, ‘আহতদের একজন আমাদের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে।তিনি আরও বলেন, বর্তমানে ক্যাম্পাসে কোনো নিরাপত্তা হুমকি নেই।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছে সহযোগিতা চেয়েছে।

তথ্যসূত্র: এবিসি নিউজ