টেক্সাসের আরলিংটনের স্ট্রিপ ক্লাবে পুলিশি অভিযান, চারজনকে আটক
টেক্সাসের আরলিংটনে একট স্ট্রিপ ক্লাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসব্যাপী মানব পাচার তদন্তের অংশ হিসেবেই ওই অভিযান চালানো হয়
টেক্সাসের আরলিংটনে একট স্ট্রিপ ক্লাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসব্যাপী মানব পাচার তদন্তের অংশ হিসেবেই ওই অভিযান চালানো হয়
আরলিংটন পুলিশ জানিয়েছে, গত ২৩ অক্টোবর শহরের ম্যাজেস্টি ড্রাইভে অবস্থিত “চিকাস লোকাস” নামের প্রাপ্তবয়স্কদের বিনোদনকেন্দ্রে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে ক্লাবের দুই ব্যবস্থাপক এরিয়েল টাপিয়া ও ওজিয়েল রামোসের বিরুদ্ধে অবৈধ যৌন কার্যক্রম চালানোর অভিযোগে মামলা হয়েছে। প্রেপ্তার হওয়া আলেহান্দ্রো হার্নান্দেজকে অবৈধ অস্ত্র বহন ও মাদক অপরাধে, আর অস্কার এসকোবাররকে পুরনো গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।
পুলিশ জানায়, এই অভিযানটি ছিল “অপারেশন সেফ স্টেজ” নামের এক যৌথ অভিযানের অংশ। তদন্তকারীরা গত আগস্টে একটি সূত্রে জানতে পারে যে, ক্লাবটির কর্মীরা অর্থের বিনিময়ে অবৈধ যৌন কর্মকাণ্ডে জড়িত এবং ওই অর্থ ক্লাবের ব্যবস্থাপকদের কাছে জমা দেওয়া হতো।
গোপনে প্রমাণ সংগ্রহের পর পুলিশ তল্লাশি পরোয়ানা নেয় এবং গত সপ্তাহে অভিযান চালায়। এ সময় ক্লাব থেকে প্রায় ১৩ হাজার ডলার নগদ অর্থ জব্দ করা হয় এবং মাদক বিক্রিরও প্রমাণ মেলে।
আরলিংটন পুলিশপ্রধান অ্যালেকজান্ডার জোন্স জানিয়েছেন, “আমরা একাধিক নারীকে উদ্ধার করতে পেরেছি এবং তাদের সমাজসেবামূলক সহায়তার সঙ্গে যুক্ত করেছি, যাতে তারা এই চক্র থেকে বেরিয়ে এসে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারেন।”
পুলিশ বলছে, তদন্ত এখনও চলছে এবং ভবিষ্যতে আরও গ্রেপ্তার হতে পারে।
তথ্যসূত্র: ফক্স ফোর