আফগান সীমান্তের ১৯ পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে আকস্মিক হামলার জবাবে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তানি সেনারা।

Oct 12, 2025 - 03:07
আফগান সীমান্তের ১৯ পোস্ট দখলের দাবি পাকিস্তানের
রোববার পাকিস্তানি বাহিনীর হামলার পর ধোঁয়ায় ঢেকে যায় আফগান তালেবানদের এক সীমান্ত পোস্ট। ছবি: জিও নিউজের স্ক্রিনগ্র্যাব

আফগান সীমান্তে আকস্মিক হামলার জবাবে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তানি সেনারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ রেডিও পাকিস্তান জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে আফগান বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন এবং বাকি সৈন্যরা পালিয়ে গেছে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, আফগান সীমান্তের বিভিন্ন স্থান থেকে তালেবানরা পাকিস্তানভিত্তিক লক্ষ্যবস্তুতে গুলি চালাচ্ছিল। এর পরই পাল্টা অভিযানে পাকিস্তানি বাহিনী আর্টিলারি, ট্যাংক ভারী অস্ত্র ব্যবহার করে আফগান পোস্টগুলোর ব্যাপক ক্ষতি সাধন করে। সময় তালেবানের মানোজবা ব্যাটালিয়ন সদর, জান্ডুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প খারচার দুর্গ সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি পাকিস্তানের।

রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, ‘খারেজিগোষ্ঠীগুলোর সীমান্ত পেরোনোর চেষ্টা ব্যর্থ করে দেয় পাকিস্তানি সেনারা। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, অভিযানে ডজনখানেক আফগান সৈন্য জঙ্গি নিহত হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি জাতিসংঘের প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, ‘আফগানিস্তানের মাটি থেকেই পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।তিনি দুই দেশের পারস্পরিক সম্মান যৌথ সন্ত্রাসবিরোধী পদক্ষেপকে আঞ্চলিক শান্তির চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সীমান্তে আফগান বাহিনীরউসকানিমূলক কর্মকাণ্ডেরনিন্দা করে বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কোনো উসকানি বরদাশত করবে না।

সীমান্তের তোরখাম পয়েন্টে সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাইবার পাখতুনখোয়া বেলুচিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, দির বেহরাম চাহ এলাকায় শনিবার রাতভর গুলি বিনিময় হয়েছে।

সংঘাত শুরু হয় যখন আফগান কর্তৃপক্ষ অভিযোগ করে যে, গত সপ্তাহে পাকিস্তানি বিমানবাহিনী কাবুলে বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় তালেবান সীমান্ত বাহিনী পাকিস্তানি পোস্টে ব্যাপক হামলা চালানোর দাবি করে।

তথ্যসূত্র: দ্য ডন