মিস ইউনিভার্স ২০২৫: মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বোশ
থাইল্যান্ডে প্রতিযোগিতার জমকালো ফাইনালে মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বোশ। তাকে মুকুট পরিয়ে দেন ২০২৪ সালের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ। পাঁচ বছর পর আবারও এই খেতাব ফিরল মেক্সিকোয়।
থাইল্যান্ডে প্রতিযোগিতার জমকালো ফাইনালে মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বোশ। তাকে মুকুট পরিয়ে দেন ২০২৪ সালের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ। পাঁচ বছর পর আবারও এই খেতাব ফিরল মেক্সিকোয়।
শেষ মুহূর্তে লড়াইটা ছিল থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরিকোস্টের প্রতিযোগীদের মধ্যে। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতিক থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। ভেনেজুয়েলা পেয়েছে দ্বিতীয় রানারআপ, আর তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন ফিলিপাইন ও আইভরিকোস্টের প্রতিযোগীরা।
ভিলাহেরমোসা, তাবাস্কো থেকে আসা ফাতিমা বোশ ফার্নান্দেজ ফ্যাশন ও অ্যাপারেল ডিজাইনের শিক্ষার্থী। ডিসলেক্সিয়া, এডিএইচডি ও হাইপারঅ্যাক্টিভিটির ব্যক্তিগত অভিজ্ঞতাকে তিনি নিজের শক্তিতে রূপ দিয়েছেন—এটাই তাকে আর সবার চেয়ে আলাদা করেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সুন্দরীদের এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। ‘পিপলস চয়েস’ বিভাগে এক সময় দুই নম্বরেও উঠে গিয়েছিলেন তিনি।
এবারের বিচারক মণ্ডলীর অন্যতম আকর্ষণ ছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল।
তথ্যসূত্র: দ্য ট্রিবিউন