গ্র্যান্ড প্রেইরিতে ট্রাকে ভয়াবহ আগুন, বন্ধ আই-২০ পশ্চিমমুখী লেন
ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে উঠল ১৮-চাকার লম্বা এক ট্রাক। আগুনের শিখা উঠে পড়ল প্রায় ২০ ফুট ওপরে। আশেপাশেও ছড়িয়ে পড়ল আগুন। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় আই-২০ মহাসড়কের পশ্চিমমুখী সব লেন।
ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে উঠল ১৮-চাকার লম্বা এক ট্রাক। আগুনের শিখা উঠে পড়ল প্রায় ২০ ফুট ওপরে। আশেপাশেও ছড়িয়ে পড়ল আগুন। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় আই-২০ মহাসড়কের পশ্চিমমুখী সব লেন।
ঘটনাটি ঘটে ভোর পাঁচটার দিকে, গ্র্যান্ড প্রেইরিতে ক্যারিয়ার পার্কওয়ের কাছে। স্থানীয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। ট্রাকটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, আর আগুনের তীব্রতায় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিমমুখী সব যানবাহনকে সার্ভিস রোডে ঘুরিয়ে দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকতে পারে। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ঠিক কারণে এবং কীভাবে এই দুর্ঘটনার সূত্রপাত ঘটেছে তা জানা স্পষ্ট নয়। এই দুর্ঘটনায় কতগুলো যানবাহন ক্ষতিগ্রস্ত ছিল কিংবা কেউ আহত হয়েছেন কি না, সে সম্পর্কেও কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
তথ্যসূত্র: ফক্স ফোর