ট্রাম্পকে শান্তির নোবেল উৎসর্গ মারিয়া মাচাদোর

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে ২০২৫ সালের নোবেল পুরস্কার জয়ের পর তা উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

Oct 11, 2025 - 16:06
ট্রাম্পকে শান্তির নোবেল উৎসর্গ মারিয়া মাচাদোর
মারিয়া কোরিনা মাচাদো ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে ২০২৫ সালের নোবেল পুরস্কার জয়ের পর তা উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি মাচাদোকে বছরের শান্তি পুরস্কারে ভূষিত করে।

নোবেল পাওয়ার পর এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার কষ্টভোগী জনগণ আমাদের আন্দোলনে ট্রাম্পের দৃঢ় সমর্থনের উদ্দেশ্যে।

মাচাদো পরে ট্রাম্পকে ফোন করে বিষয়টি জানান। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘নোবেলজয়ী মারিয়া আমাকে ফোন করেছেন এবং বলেছেন, তিনি আমার সম্মানে পুরস্কারটি গ্রহণ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় নোবেল নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কমিটিকে সমালোচনা না করলেও বলেন, ‘আমি বহু যুদ্ধ থামিয়েছি, তাই শান্তি পুরস্কার প্রাপ্য ছিল আমারই।

এদিকে ট্রাম্পকে পুরস্কার না দেওয়ায় ক্ষোভ জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘নোবেল কমিটি শান্তির বদলে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে। ট্রাম্প নোবেল না পেলেও শান্তিচুক্তি, যুদ্ধবিরতি জীবন রক্ষায় কাজ চালিয়ে যাবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তার আছে মানবিক হৃদয়। তিনি এমন এক নেতা, যিনি নিজের ইচ্ছাশক্তিতে পর্বতও নড়াতে পারেন।

বিশ্লেষকদের মতে, মাচাদোর এই উৎসর্গ শুধু কৃতজ্ঞতার প্রকাশ নয়, বরং ভেনেজুয়েলার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবেরও প্রতিফলন।

তথ্যসূত্র: রয়টার্স