প্রত্যাশার চেয়েও কম মুদ্রাস্ফীতি, সুদের হার কমাতে যাচ্ছে ফেড

সেপ্টেম্বর মানে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়েও কম হওয়ায় আগামী সপ্তাহে সুদের হার কমানোর পথে এগোচ্ছে ফেডারেল রিজার্ভ (ফেড)।

Oct 25, 2025 - 23:18
প্রত্যাশার চেয়েও কম মুদ্রাস্ফীতি, সুদের হার কমাতে যাচ্ছে ফেড
এ মাসেই সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মানে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়েও কম হওয়ায় আগামী সপ্তাহে সুদের হার কমানোর পথে এগোচ্ছে ফেডারেল রিজার্ভ (ফেড)।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো শুক্রবার জানায়, সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বছরে ৩% বেড়েছে—যা জানুয়ারির পর সর্বোচ্চ হলেও বাজারের পূর্বাভাস ৩.১%-এর নিচে। খাদ্য ও জ্বালানি বাদে ‘মূল’ মুদ্রাস্ফীতি ছিল ৩%, যা আগস্টের ৩.১%-এর তুলনায় কম।

এই তথ্য ফেডের অক্টোবর সভায় নীতি সুদহার কমানোর সম্ভাবনাকে আরও জোরদার করেছে। সেপ্টেম্বরেই ফেড সুদের হার এক চতুর্থাংশ শতাংশ কমিয়ে কর্মসংস্থান বাজারে গতি ফেরানোর চেষ্টা করেছিল। এখন মুদ্রাস্ফীতির চেয়ে চাকরি বাজারের মন্থরতা নিয়েই উদ্বেগ বেশি।

ফেডের নীতিনির্ধারকরা এ বছর বাকি দুটি সভায় দুই দফা হার কমানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন। বাজার বিশ্লেষণ অনুযায়ী, বছরের শেষে ফেড ফান্ড রেট ৩.৫% থেকে ৩.৭৫%-এর মধ্যে নামতে পারে, যা বর্তমান স্তরের চেয়ে অর্ধ শতাংশ কম।

গোল্ডম্যান স্যাকসের লিন্ডসে রসনার বলেন, ‘আজকের নরম মুদ্রাস্ফীতির প্রতিবেদন ফেডকে উদ্বিগ্ন করার কিছু দেয়নি। আমরা অক্টোবরের সভায় হার কমানোর পাশাপাশি ডিসেম্বরে আরও এক দফা কমানোর সম্ভাবনাও দেখছি।’

তথ্যসূত্র: ইনভেস্টোপিডিয়া