জেরি জোন্সের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলার বিচার আগামী বছর

এনএফএল ক্লাব ডালাস কাউবয়েজের মালিক জেরি জোন্সের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলা খারিজ করার আবেদন নাকচ করে দিয়েছেন ডালাস কাউন্টির এক বিচারক। এর ফলে আগামী বছর মামলাটির বিচার শুরু হবে।

Oct 4, 2025 - 21:37
জেরি জোন্সের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলার বিচার আগামী বছর
ডালাস কাউবয়েজের মালিক জেরি জোন্স। ছবি: সংগৃহীত

এনএফএল ক্লাব ডালাস কাউবয়েজের মালিক জেরি জোন্সের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলা খারিজ করার আবেদন নাকচ করে দিয়েছেন ডালাস কাউন্টির এক বিচারক। এর ফলে আগামী বছর মামলাটির বিচার শুরু হবে।

ভুক্তভোগী নারী জেন ডো ২০২০ সালে মামলাটি করেছিলেন। গত কয়েক বছরে মামলাটি কয়েকবার বন্ধ ও খোলা হয়েছে। জেরি জোন্সের পক্ষ থেকে করা বিচার প্রক্রিয়া শুরু না করেই আইনি সিদ্ধান্ত (সামারি জাজমেন্ট ) দেওয়ার আবেদন করা হয়েছিল। গত বৃহস্পতিবার আদালত তা খারিজ করে দিয়েছেন।

জেরি জোন্সের বিরুদ্ধে কেন এই মামলা? জেন ডোর দাবি,২০১৮ সালে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে কাউবয়েজ বনাম জায়ান্টস খেলা চলার সময় জোন্স তাঁকে একটি লাক্সারি স্যুইটে জোরপূর্বক চুমু খান ও শরীরে হাত দেন। এই ঘটনার দুই বছর পর মামলা ঢুকেন জেন ডো।

সামারি জাজমেন্টের আবেদন আদালত খারিজ করে দেওয়ায় মামলা পুনরায় খোলা হয়েছে এবং জুরি ট্রায়াল হিসেবে বিচার শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। বিচার শুরুর তারিখ আগামী বছরের ২০ জুলাই ঠিক করে দিয়েছেন আদালত। অবশ্য এর আগে নতুন আবেদন বা আদালতের রায় এ সময়সূচি পরিবর্তন করতে পারে বা শুনানি বিলম্বিত হতে পারে।

বরাবর অভিযোগ অস্বীকার করে আসছেন জেরি জোন্স। তার আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি একটি অর্থহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।

তথ্যসূত্র: ফক্স ফোর