ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ট্রাম্প
গাজা থেকে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসানে ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিতে যাচ্ছে ইসরায়েল।
গাজা থেকে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসানে ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিতে যাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সোমবার এক বিবৃতিতে জানান, ট্রাম্পকে ইসরায়েলি প্রেসিডেন্টিয়াল মেডেল অব অনার দেওয়া হবে। তিনি বলেন, ‘ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় শুধু আমাদের প্রিয়জনেরা ঘরে ফিরছেন না, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, সহযোগিতা ও শান্তির নতুন যুগের ভিত্তি তৈরি হচ্ছে।’
হারজগ জানান, আসছে কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পদক দেওয়া হবে। সোমবার ট্রাম্পের ইসরায়েল সফরের সময় তাঁকে বিষয়টি জানানো হবে।
২০ দফার ওই শান্তি পরিকল্পনায় ইসরায়েল–হামাসের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া দুই বছরেরও বেশি সময়ের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসরায়েল সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ইসরায়েল প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যারা রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসাধারণ অবদান রাখেন, তাদেরই এই সম্মাননা দেওয়া হয় । এর আগে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পুরস্কার প্রদান করেছিল ইসরায়েল।
তথ্যসূত্র: দি হিন্দু