বাংলাদেশ সীমান্তে চিকেনস নেকের কাছে ভারতের নতুন তিন সেনাঘাঁটি

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নতুন তিনটি সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।

Nov 7, 2025 - 23:31
বাংলাদেশ সীমান্তে চিকেনস নেকের কাছে ভারতের নতুন তিন সেনাঘাঁটি
আসামের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় সেনাঘাঁটি করা হয়েছে। ছবি: ইন্ডিয়া টুডে

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নতুন তিনটি সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিলিগুড়ি করিডর বাচিকেনস নেকএলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, আসামের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিশনগঞ্জ পশ্চিমবঙ্গের চোপড়ায় ঘাঁটিগুলো নির্মিত হয়েছে। পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোই এই পদক্ষেপের লক্ষ্য।

ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে যুক্ত করে মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত সিলিগুড়ি করিডর। চারপাশে নেপাল, ভুটান, বাংলাদেশ চীন ঘেরা এই অঞ্চলকেচিকেনস নেকনামে ডাকা হয়।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ঘাঁটিগুলো করিডরের নিরাপত্তা গোয়েন্দা তথ্য সংগ্রহে বড় ভূমিকা রাখবে। সিলিগুড়ির কাছে সুখনায় অবস্থিত ত্রি-শক্তি কর্পস (৩৩-কর্পস) এক করিডরের প্রতিরক্ষা তদারক করে।

এলাকাটির আকাশসীমা পাহারা দিচ্ছে হাশিমারা বিমানঘাঁটিতে মোতায়েন রাফাল যুদ্ধবিমান। এছাড়া মিগ সিরিজের বিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট এস-৪০০ সহ উন্নত তিনস্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

ইন্ডিয়া টুডে জানায়, এস-৪০০ সিস্টেম মূলত চীনসহ সম্ভাব্য প্রতিপক্ষের বিমান অনুপ্রবেশ ঠেকাতে মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে