ডালাসে নারীর আত্মহত্যা, ২ ঘণ্টা বন্ধের পর আই-২০ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে

ডালাসের ইন্টারস্টেট ২০-এর সব পূর্বমুখী প্রধান লেন সোমবার সকালে বন্ধ করে দিয়েছে পুলিশ। টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, চলমান এক পুলিশি তৎপরতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Nov 3, 2025 - 12:08
ডালাসে নারীর আত্মহত্যা, ২ ঘণ্টা বন্ধের পর আই-২০ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে
সকাল ৯টার পর খুলে দেওয়া হয়েছে আই-২০ এর পশ্চিমমুখী সব লেন। ছবি: ফক্স ফোর

ডালাসের ইন্টারস্টেট ২০-এর উভয়মুখী সব লেন সোমবার সকালে হঠাৎ করেই বন্ধ করে দেয় পুলিশ। তাদের এক অভিযানের কারণেই দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে সড়কটির সব লেন।

তো কী কারণে বন্ধ ছিল এই আই-২০ এর সব লেন? ডালাস পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সেন্ট অগাস্টিন রোডের কাছে আই ২০-এর পূর্বমুখী লেনে একটি গাড়ি থেমে থাকতে দেখেন তারা। গাড়িটিতে এক নারী একাই ছিলেন। পুলিশ কাছে যেতেই তিনি আগ্নেয়াস্ত্র বের করে গাড়িতেই অবস্থান নেন। পরে তিনি নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন।

আর এই ঘটনায় টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন পুরো হাইওয়েটি বন্ধ করে দেয়, যাতে কোনো চালক গুলিবর্ষণের ঝুঁকিতে না পড়েন। পশ্চিমমুখী লেন সকাল ৯টার আগে খুলে দেওয়া হয়েছে। তবে তদন্ত অব্যহত থাকা আই-২০ এর পূর্বমুখী লেন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

তথ্যসূত্র: সিবিসি নিউজ