গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতিতে রাজি হামাস ও ইসরায়েল: ডোনাল্ড ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। বুধবার ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

Oct 8, 2025 - 21:12
গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতিতে রাজি হামাস ও ইসরায়েল: ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। বুধবার ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ইসরায়েল হামাসউভয় পক্ষই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে।তিনি আরও জানান, ‘খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে, আর ইসরায়েল তাদের সেনাদের নির্ধারিত সীমারেখায় সরিয়ে আনবে।

মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, সমঝোতার বিস্তারিত পরে জানানো হবে।

এর কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, মিসরে চলমান আলোচনায় দুই পক্ষচূড়ান্ত চুক্তির খুব কাছাকাছিপৌঁছেছে। তিনি ঘোষণা দেন, চুক্তি হলে সেটি প্রকাশের জন্য সপ্তাহান্তে মিসর সফরে যাবেন। হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার সকালে বার্ষিক স্বাস্থ্যপরীক্ষা শেষে ট্রাম্প মিসরের উদ্দেশে রওনা হতে পারেন।

চুক্তির খবর প্রকাশের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে একেইসরায়েলের জন্য একটি দারুণ দিনবলে উল্লেখ করা হয়। দেশটির মন্ত্রিসভা বৃহস্পতিবার পরিকল্পনাটি অনুমোদন দিতে পারে।

নেতানিয়াহু নেসেটে ভাষণ দেওয়ার জন্য ট্রাম্পকে আমন্ত্রণও জানিয়েছেন।

গত মাসে ঘোষিত ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় হামাস ইসরায়েল উভয়ই ইতিবাচক সাড়া দেয়। এর পরই মিসরের শারম আল শেখে দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনার শুরু।

তথ্যসূত্র: আল জাজিরা